• Please enable News ticker from the theme option Panel to display Post

আইফোনের সাথে টক্কর দেবেন নোকিয়া, আসছে নতুন ফোন।

আইফোনের সাথে টক্কর দেবেন নোকিয়া, আসছে নতুন ফোন।

নোকিয়া মোবাইলের সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। বাজারে দীর্ঘদিন ধরে রাজত্ব করে চলেছে নোকিয়া কোম্পানির মোবাইল গুলি। কম দাম থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত রেঞ্জের বিভিন্ন দামে পাওয়া যায় নোকিয়া মোবাইল গুলি। তবে দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষে থাকলেও, চলতি বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি নোকিয়া। কারণ samsung, iphone কোম্পানিগুলির সাথে এটে ওঠেনি নোকিয়া কোম্পানি।

এখন কেউ যদি স্মার্ট ফোন কেনার সিদ্ধান্ত নেন তাহলে তিনি সাধারণত নোকিয়া কোম্পানির কোন মোবাইল কেনার কথা ভাবেন না। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই স্মার্টফোনের বাজারে নতুন ভাবে আসতে চলেছে নোকিয়া কোম্পানি।

নতুন ইউআই ডিসাইন ছাড়া আরও বেশ কয়েকটি পরিবর্তন আসতে চলেছে নোকিয়া মোবাইল গুলিতে। এইচএমডি গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠান বর্তমানে নোকিয়া ফোনগুলো তৈরি করছে।

সম্প্রতি নোকিয়া কোম্পানির তরফ থেকে নতুন একটি লোগো প্রকাশিত হয়েছে এবং সেখানে ব্যবহার করা হয়েছে নতুন ফন্ট এবং নতুন স্টাইল। আগামী দিনে নতুন অ্যান্ড্রয়েড ইউ আই এর ছবিও প্রকাশ করা হয়েছে নোকিয়া কোম্পানির তরফ থেকে। এছাড়াও থাকছে নতুন ধরনের ডিজাইন এবং নতুন সব অ্যানিমেশন।

সম্প্রতি flagship ফোনের দিকে যাত্রা শুরু করতে চলেছে নোকিয়া। গুজব শোনা যাচ্ছে যে নোকিয়া এর নতুন মডেলটি আইফোনের সাথে প্রতিযোগিতায় নামতে পারে বাজারে।

বিভিন্ন প্রতিবেদনের খবর অনুযায়ী নতুন এই নকিয়া মডেল টির নাম রাখা হয়েছে নোকিয়া ম্যাজিক ম্যাক্স। নতুন যে ইউ আই টি ব্যবহার করা হয়েছে তার নাম দেয়া হয়েছে পিউর ইউ ইউ আই। এছাড়াও জানা যাচ্ছে ফোনটির ডিজাইন হবে বেশ অন্যরকম এবং ফোনের সামনে থাকবে পুরোপুরি বেজল ছাড়া নতুন ডিসপ্লে। পিছনের ক্যামেরার ডিজাইন হবে অনেকটা আইফোনের স্টাইলে।

ফোনের সাইডগুলি iphone এর মত ফ্ল্যাট হবে বলে আশা করা যাচ্ছে। তবে পিছনের দিকটা হবে কিছুটা রাউন্ডের। ফলে ফোনটি ধরতে বেশ আরাম হবে।

বেজেল ছাড়া ডিসপ্লে টি থাকবে ৬.৭ ইঞ্চির অ্যামওলেড প্যানেল। ১২০ হার্টজ রিফ্রেশ রেটে চলবে এই মোবাইলটি। ওপরের রেজোলিউশন হবে ১০৮০ × ২৪০০। ডিসপ্লের ওপরে মাঝে থাকবে ৬৪ মেগাপিক্সেলের পাঞ্চহো ল ক্যামেরা , এটি সেলফি তোলার কাজে ব্যবহার হবে।

snapdragon এর চিপসেট জেনারেশন টু এর চিপ থাকবে এই মোবাইলে। ৮ জিবি ,১২gb এবং 16gb এই তিন ধরনের মেমোরি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে নতুন মোবাইলে।

256gb এবং 512gb স্টোরেজ থাকবে। আপনারা যে কোন একটি কিনে নিতে পারবেন। ফোনে ফোনের স্টোরেজ থাকবে অনেকটাই। যেকোনো কাজ খুবই স্মুথলি করে নিতে পারবেন আপনারা

ফোনের পিছনে থাকবে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর সহ ক্যামেরা। ৭৫০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে যা সাধারণ মোবাইলগুলি তুলনায় অনেক বেশি। ফার্স্ট চার্জিং এর সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। তবে কতক্ষণ চার্জ লাগবে বা কত ওয়াটের চার্জার দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

দামের দিক থেকেও আইফোন কে টেক্কা দিতে চলেছে এই মোবাইলটি। কারণ এই মোবাইলটি বাজারে ভারতীয় মুদ্রায় ৩২ হাজার টাকাতেই উপলব্ধ হবে। যা আই ফোনের তুলনাই বেশ অনেকটাই সস্তা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *