অ্যালোভেরা জেল ব্যাবহার করে কীভাবে চোখের যত্ন নেবেন

ঘৃতকুমারী বা অ্যালোভেরার(Aloevera) এক ধরণের বহুজীবী ভেষজ উদ্ভিদ, যা দেখতে অনেকটা আনারস গাছের মত। যুগ যুগ ধরে অ্যালোভেরার ব্যাবহার হয়ে আসছে রূপ চর্চায়(Make up)। সবার কম বেশি পছন্দ অ্যালোভেরা জেল (Alovera Gel)। অ্যালোভেরাতে রয়েছে ২০ রকমের খনিজ পদার্থ। এছাড়াও ভিটামিন A, B1, B2, B6, B12, C এবং E রয়েছে। এই ভিটামিন ও খনিজ গুলি শরীরের পক্ষে খুবই উপকারী। প্রসঙ্গত, অ্যালোভেরা জেল ত্বকের(Skin) পক্ষে খুবই উপকারী। অনেকে ত্বকে অ্যালোভেরা জেল ব্যাবহার করে থাকেন। এছাড়া এই জেল চুলেও পুষ্টি যোগায় তবে। অনেকে আবার চোখের চারিপাশে অ্যালোভেরা জেল লাগিয়ে থাকেন, চোখের ত্বককে কোমল (Soft) করার জন্য। তবে চোখের চারিপাশে অ্যালোভেরা জেল লাগানোর আর কি কি উপকারিতা আছে জানেন কি? তা নিয়েই আজকের প্রতিবেদন।

চোখে অ্যালোভেরা জেল লাগানোর উপকারিতা

১) অ্যালোভেরাতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল(Anti Bacterial) এবং অ্যান্টিফাঙ্গাল (Anti Fungal) উপাদান উপস্থিত রয়েছে। যে কারণে চোখের চারপাশে অ্যালোভেরা জেল লাগলে, চোখকে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত সমস্যার হাত থেকে রক্ষা করে।

২) চোখের চারিপাশে অ্যালোভেরা জেল লাগালে, চোখকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে।

৩) অনেক সময় চোখের নিচে ডার্ক সার্কেল (Dark Sarkal) পড়তে দেখা যায়। এমন অবস্থায় নিয়মিত চোখের চারিপাশে অ্যালোভেরা জেল লাগলে, দ্রুত ডার্ক সার্কেলগুলিতে কমতে শুরু করে।

৪) চোখের চারিপাশ শুষ্ক হলে, অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। কেননা এটি চোখের চারপাশের ত্বককে হাইড্রেটেড(Hydrated) রাখে এবং ত্বককে অনেক কোমল করে তোলে।

৫) কোন কারণে চোখে চুলকানি, অ্যালার্জি বা লালভাব হলে, অ্যালোভেরা জেল (Alovera Gel) ব্যবহারের মাধ্যমে তা অল্প সময়ের মধ্যেই কমে যায়।

অ্যালোভেরা জেল লাগানোর সময় কিছু সাবধানতা অবলম্বন করুনসবসময় অ্যালোভেরার ফ্রেশ জেল চোখের চারপাশে লাগানোর চেষ্টা করবেন। এছাড়া এই জেল চোখের চারিপাশে খুব বেশি ঘষবেন না, হালকা করে লাগিয়ে দেবেন। জেল লাগানোর ১০-১৫ মিনিটের মধ্যে ধুয়ে ফেলুন।

Scroll to Top