পাবলিক চার্জারে ফোন চার্জ দিলেই বিপদ, নিমিষেই খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট।

অনেক সময় রাস্তাঘাটে বেরোনোর পর আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে বাধ্য হয়ে আমরা আশেপাশের কোন পাবলিক চার্জার ব্যবহার করে থাকি মোবাইল(Mobile) চার্জ দেওয়ার জন্য। তবে বর্তমানে এইভাবে মোবাইল(Mobile) চার্জ করার কারনে অনেকের ব্যাংকের টাকা রাতারাতি হাওয়া হয়ে গিয়েছে।

বর্তমানে স্ক্যামার এবং হ্যাকাররা(Hacker) বিভিন্নভাবে জনসাধারণের সঞ্চিত অর্থ লুট করে থাকে। তাদেরই নতুন একটি পন্থা হলো পাবলিক চার্জার। এখনো পর্যন্ত বহু মানুষ এমন পাবলিক চার্জারে চার্জ দিতে গিয়ে সর্বশ্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

রাস্তাঘাটে বেরোনোর সময় অনেকেই কোন অতিরিক্ত পাওয়ার ব্যাংক বহন করেন না। ফলে সমস্যায় পড়লে তাদের আশেপাশের কোন পাবলিক চার্জিং(Charging) স্পট ব্যবহার করতে হয়। তবে এমন যেকোনো জায়গায় মোবাইল(Mobile) চার্জে বসানোর আগে অবশ্যই সচেতন হয়ে যান।

মূলত রেলস্টেশন এবং বিমানবন্দরের মতো জায়গায় থাকে পাবলিক চার্জিং(Charging) স্পট। এখানে মাল্টিপল পোর্ট দেওয়া থাকে যাতে করে একসাথে অনেক মানুষ সেখানে চার্জ দিতে পারেন।

বর্তমানে হ্যাকাররা(Hacker) এমন ইউএসবি চার্জিং(Charging) স্টেশনগুলিতে ম্যালওয়ার ইনজেক্ট করে দেয়। যখন কেউ সেই পোর্ট ব্যবহার করে মোবাইল(Mobile) চার্জ করেন তখন তার ব্যক্তিগত ডাটা(Personal Data) চুরি হয়ে যেতে পারে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও হয়ে যেতে পারে ফাঁকা। সম্প্রতি এই বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

এইভাবে প্রতারণার একটি অফিসিয়াল নাম আছে। এমন সাইবার ক্রাইম কে বলা হয় জুস জাঙ্কিং। হ্যাকাররা(Hacker) পাবলিক ইউএসবি হাতিয়ার করে জুস জাঙ্কিং এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত ডাটা(Personal Data) চুরি করে থাকে।

ইউএসবি যেমন চার্জিং(Charging) এর জন্য ব্যবহার করা যায়, তেমনি এর সাহায্যে ডাটা(Personal Data) ও ট্রান্সফার করা যায়। আর ইউএসবি হ্যাকাররা(Hacker) এই বিষয়টিকে হাতিয়ার করেই জনসাধারণের ব্যক্তিগত ডাটা(Personal Data) চুরি করে থাকে।

তাই পরবর্তীকালে কোন পাবলিক চার্জিং(Charging) স্পটে চার্জ দেওয়ার আগে অবশ্যই সচেতন থাকবেন।

Scroll to Top