এই ওয়েবসাইটটি না জানলে বড়সড়ো বিপদে পড়তে পারেন, বাড়িতে আসতে পারে পুলিশও।

ইন্টারনেট দুনিয়ায় বহু মানুষ বহুভাবে প্রতারিত হন। অনেক সময় মোবাইল হ্যাক করা হয় , সোশ্যাল মিডিয়া হ্যাক করা হয়, কখনো বা ওটিপি জেনে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় হ্যাকাররা।

অনেক সময় বিভিন্ন পুলিশ কেসে নির্দিষ্ট কোন মোবাইল নাম্বার সামনে আসে এবং পুলিশ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেস করে মোবাইল নম্বরটি কার নামে আছে, তাকে খুঁজে বের করে এবং তাকে জিজ্ঞাসাবাদ বা আটক করে। তবে আপনার সাথেও এমনটি হতে পারে, এমনকি আপনার কোন রকম দোষ না থাকা সত্ত্বেও।

আমরা অনেক সময় রাস্তার পাশে সিম বিক্রি হতে দেখতে পাই। সেখানে নির্দ্বিধায় আমাদের আধার নাম্বার বলে দিই বা আধারের জেরক্স দিয়ে নতুন সিম তুলে নিই আমরা। তবে এখান থেকে বহু স্ক্যামের এর কথা জানা গেছে বিগত বছর গুলিতে।

আপনার ডকুমেন্ট ব্যবহার করে অন্য সিম তোলা হয় এবং সেটি অন্য কোন ব্যক্তি স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে থাকেন এবং ভবিষ্যতে যদি সেই নাম্বার থেকে কোনরকম অসামাজিক কাজকর্ম করা হয়, তাহলে পুলিশ কিন্তু সবার প্রথমে আপনাকেই ধরবে। কারণ সিমটি আপনার নামেই তোলা হয়েছে।

কিভাবে জানবেন আপনার ডকুমেন্ট ব্যবহার করে অন্য কোন সিম তোলা হয়েছে কিনা?

ওয়েবসাইট: https://tafcop.dgtelecom.gov.in/number-listing.php

এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি বসান।

এরপর একটি ওয়ান টাইম পাসওয়ার্ড রিকুয়েস্ট করুন এবং মোবাইল এ এসএমএস আসার পর সেই পাসওয়ার্ডটি ইনপুট করুন।

আপনি দেখতে পারবেন যে আপনার ডকুমেন্ট দিয়ে মোট কয়জন সিম তুলেছেন বা মোট কটি সিম তোলা আছে।

এখান থেকে চাইলে আপনি সরাসরি কোন নাম্বার আপনার নয় বলে অভিযোগ করতে পারেন।

আপনি যদি এখানে দেখতে পান যে আপনার ডকুমেন্ট ব্যবহার করে এমন কোন সিম চালু রয়েছে, যেটি আপনি জানেন না। তাহলে আপনি পুলিশে অভিযোগ করতে পারেন। আপনি বহু আইনি জটিলতার হাত থেকে বেঁচে যাবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে।

Scroll to Top