পরিচালক হিসেবে আসামে উপস্থিত শ্রীলেখা মিত্র, প্রদর্শিত হচ্ছে তাঁর ছবি ‘এবং ছাদ’

শৈশবের টলমল পায়ে পুতুল খেলার সাক্ষী হওয়া থেকে শুরু করে, যৌবনে প্রথম প্রেমে পড়ার শিহরণ, অথবা মধ্যবয়সে দমবন্ধ সাংসারিক জীবনের এক টুকরো খোলা হাওয়া থেকে বার্ধক্যে স্মৃতিচারণ, ছাদ আমাদের জীবনের এক নিবিড় দোসর। এমনই এক চিত্র অঙ্কন করেছিলেন অভিনেত্রী (Tollywood Actress), তথা পরিচালক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাঁর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘এবং ছাদ’ (Ebong Chaad) এ। সম্প্রতি ছবিটি সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালে (South Assam Film Festival) মনোনীত হয়েছে। ছবির স্ক্রিনিংয়ে স্বয়ং অভিনেত্রী উপস্থিত হয়েছেন শিলচরের বঙ্গভবনে। সেখান থেকেই উচ্ছ্বসিত অভিনেত্রী বিভিন্ন মুহূর্তের সাক্ষী করলেন তাঁর অনুগামীদের। এমনকী ছবির স্ক্রিনিংয়ের আগে ফেসবুক লাইভও করছিলেন তিনি। গন্তব্যে পৌঁছন থেকে, প্রেক্ষাগৃহে প্রবেশের সকল মুহূর্ত ভাগ করে নিয়েছেন তাঁর শুভাকাঙ্খীদের সঙ্গে।

গত বছর থেকেই ‘এবং ছাদ’ প্রদর্শিত হচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। ২০২২ সালে এপ্রিলে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF) স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছিল এই ছবি। এছাড়াও সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেও (South Asian Short Film Festival) মন জিতে নিয়েছিল শ্রীলেখা মিত্রর ‘এবং ছাদ’। সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যালেও যে নানা গণ্যমান্য পরিচালকদের ছবির সঙ্গে, শ্রীলেখার পরিচালক হয়ে ওঠার এই প্রথম পদক্ষেপের সাক্ষী দর্শক হবেন, সেই নিয়ে অভিনেত্রীর উন্মাদনাও বেশ তুঙ্গে। ফেসবুক লাইভে তিনি বারবার দর্শকদের উদ্যেশ্য করে বলছিলেন, তাঁরা যেন তাঁকে সাহস দেন। তাঁর ছবি যাতে আসামের মানুষদের ভালো লাগে, সে জন্য যেন অনুগামীরা প্রার্থনা করেন।

Sreelekha Mitra

স্পষ্টবাদী ব্যাক্তিত্বের জন্য সামাজিক মাধ্যমে (Social Media), নেটিজেনরা প্রায়ই কাঠগড়ায় দাঁড় করান শ্রীলেখাকে। কিন্তু শ্রীলেখা সে সব কথার গুরুত্ব না দিয়ে নিজের মত কাজ করে যাওয়াতেই বিশ্বাসী। আর সেখানেই হয় তাঁর জয়। অভিনয় ছাড়াও পরিচালক হিসেবেও তিনি তৈরি করলেন নিজের শক্ত জমি। যদিও ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চান দর্শককে, এমনটাই ইচ্ছা প্রকাশ করেন অভিনেত্রী।

Sreelekha Mitra
Scroll to Top