YouTube -এ ৫০০ সাবস্ক্রাইবার আছে? তাহলেই টাকা পাবেন Youtube এর তরফ থেকে।

আপনি যদি ইউটিউবে ভিডিও বানান এবং কমপক্ষে আপনার যদি ৫০০ জন সাবস্ক্রাইবার থেকে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। এবার থেকে মাত্র ৫০০ সাবস্ক্রাইবার থাকলেই আপনি ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন। আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন না হয়েও থাকে, তাহলেও খুব শীঘ্রই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে l,সেই সুবিধাই এনেছে ইউটিউব।

youtube এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে ৫০০ জন সাবস্ক্রাইবার থাকলেই কনটেন্ট ক্রিয়েটররা ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারবেন। ইউটিউবে অনেক কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা খাটনি করে ভিডিও বানান কিন্তু তাদের অ্যাকাউন্ট মনিটাইজড হয় না। তাদের কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এতদিন পর্যন্ত ইউটিউবের পলিসি অনুযায়ী মনিটাইজেশনের জন্য কারো প্রোফাইলে অন্তত ১০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হতো। তবে এই সংখ্যাটি কমিয়ে বর্তমানে ৫০০ করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব সংস্থা। তাছাড়া এর আগে চ্যানেল মনিটাইজেশন করার জন্য যে সমস্ত শর্ত ছিল সেই সমস্ত শর্তের ওপরেও বিশেষ ছাড় দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। এরপর থেকে ইউটিউব এ মনিটাইজড একাউন্ট এর সংখ্যা আরো বেড়ে যাবে।

ইউটিউব এর ওয়াচ টাইম ৪০০০ ঘন্টা থেকে কমিয়ে তিন হাজার ঘন্টা করা হয়েছে। শর্ট ভিডিওর ক্ষেত্রে আগে দশ মিলিয়ন ভিউয়ের দরকার ছিল , তবে সেটি কমিয়ে বর্তমানে তিন মিলিয়ন করা হয়েছে। প্রাথমিকভাবে ব্রিটেন, কানাডা, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ায় নতুন এই পলিসি চালু করা হবে। তারপর ধীরে ধীরে হয়তো সারা বিশ্বেই নতুন পলিসি চালু হয়ে যাবে।

এতে করে আরো বেশি সংখ্যক কনটেন্ট ক্রিকেটাররা ইউটিউব-এ আসবেন এবং আরো বেশি সংখ্যক ভিডিও তৈরি হবে ইউটিউবে। এতে করে ইউটিউব সংস্থার ব্যবসাও বাড়বে, পাশাপাশি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জন করতে পারবেন। ইউটিউব পলিসির এই বিশেষ শিথিলতার কারণে চ্যানেল মনিটাইজ করা আগের থেকে আরও অনেকটাই সুবিধাজনক হবে এবং নতুন চ্যানেল খোলার কয়েকদিন পরেই চ্যানেল মনিটাইজ করে নিতে পারবেন আপনারা।

Scroll to Top