৫ টি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ, ইনস্টল করলে পাবেন আশ্চর্য এক্সপেরিয়েন্স!

বর্তমানে আমাদের প্রায় সকলের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল(Android mobile) রয়েছে। দৈনন্দিন যাবতীয় কাজ থেকে ব্যাংকিং (Banking) কেনাকাটা এবং বিনোদন সবকিছুকে হাতের মুঠোয় সহজে এনে দিয়েছে এন্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড মোবাইল মানে প্রথমেই মাথায় আসে অ্যাপসের (Android apps) কথা। মোবাইলে বিভিন্ন apps আমাদের কাজগুলিকে আরো সহজ এবং সাধারণ করে দিয়েছে।

অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলি আমাদের ইউজার এক্সপেরিয়েন্স (Android user experience) কে বহুগুণ বাড়িয়ে দেবে। আমরা অনেকেই হয়তো বিভিন্ন অ্যাপ ব্যবহার করি তবে অনেক অ্যাপই আমাদের জ্ঞানের বাইরেই থাকে। দৈনন্দিন জীবনে বিভিন্ন অ্যাপ ইউজ করতে গিয়ে আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই বা বিজ্ঞাপন জনিত সমস্যার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তবে আজকে এমন পাঁচটি অ্যাপের কথা জানাবো যেগুলি জানলে আপনার এক্সপেরিয়েন্স বহুগুণ ভালো হবে পরবর্তীকালে।

চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি অ্যাপের কথা।

Privacy Dashboard

Adguard

Swap

Who Touch my phone?

Radio Garden

 Privacy Dashboard:

বিভিন্ন অ্যাপ আমাদের না জানিয়ে অনেক রকম গোপনীয়তার সুযোগ নিয়ে যাচ্ছে। এই অ্যাপটি ব্যবহার করলে অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ আমাদের না জানিয়ে কোন কোন পারমিশন ইউজ করছে আমাদের মোবাইলের। আপনি চাইলে এই অ্যাপ থেকে সেই সমস্ত অ্যাপগুলির পারমিশন সরিয়ে দিতে পারবেন এবং আপনার ডাটা সুরক্ষিত থাকবে।

 Adguard:

বিভিন্ন রকম ওয়েবসাইট এবং youtube এ ভিডিও দেখার সময় বারবার বিজ্ঞাপন আসায় আমাদের অনেকটা সময় নষ্ট হয়। এই অ্যাপটি ব্যবহার করলে আপনি কোন রকম এড দেখতে পাবেন না।

এই অ্যাপটি মূলত রাশিয়ান একটি ভার্সন। ৯০ দিন পর্যন্ত বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং তারপরে যদি আপনি আনইন্সটল করে নতুন ভাবে রেজিস্টার করেন তাহলে আপনি পুনরায় 90 দিন টাইম পাবেন।

 SWAP- NO ROOT:

আমাদের অনেকের মোবাইলে RAM জনিত সমস্যা হয়। মোবাইলের রেম কম আবার কারণে অনেক অ্যাপ ঠিকঠাক ভাবে চলে না এবং গেম খেলতেও সমস্যা হয়।

এই অ্যাপটি ব্যবহার করে আপনি একটি সেকেন্ডারি RAM বানিয়ে ফেলতে পারবেন আপনি মোবাইলের ইন্টারনাল মেমোরি কে ভার্চুয়াল রেম হিসেবে ব্যবহার করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে।

Who Touch my phone?

অনেক সময় আপনার মোবাইল আপনার অনুমতি না নিয়ে কেউ ব্যবহার করতে পারেন। বাড়িতে থাকা অবস্থাতেও এমনকি বন্ধুদের মধ্যে থাকার সময়েও অন্য কেউ আপনার অজান্তেই আপনার মোবাইলে হাত দিতে পারে। এমন অবস্থায় আমাদের প্রাইভেসি সংকটে থাকে অবশ্যই।

এই অ্যাপটি প্রতিবার মোবাইল আনলক করার সাথে সাথে কে আনলক করছে তার একটি ছবি তুলে সেভ করে রাখবে এবং আপনি পরে গ্যালারি থেকে চেক করে নিতে পারবেন।

Radio Garden:
সারা বিশ্বের যতগুলো রেডিও স্টেশন আছে সবগুলি আপনার মোবাইলের মুঠোয় করে দিতে পারবেন এই অ্যাপের সাহায্যে।

বিশ্বের যে কোন প্রান্তের যেকোনো রেডিও চ্যানেল এই অ্যাপটির মাধ্যমে আপনি শুনতে পারবেন। অনেক সময় খারাপ সিগন্যালের কারণে বা আন্তর্জাতিক সমস্যার কারণে অন্যান্য দেশের বা অন্যান্য এলাকার রেডিও সিগনাল আমরা ধরতে পারি না এবং সেই সমস্ত চ্যানেলের ব্যাপারে জানতেও পারি না। এই অ্যাপটির সাহায্যে বিশ্বের সমস্ত রেডিও চ্যানেল আপনার মোবাইলের মধ্যে চলে আসবে।

Scroll to Top