গরমের দাবদহ থেকে বাঁচতে অনেক বাড়িতেই এয়ারকন্ডিশনার ব্যবহার করে থাকেন। অনেকেই মনে করেন যে, এয়ারকন্ডিশনারের তাপমাত্রা যদি সবথেকে কম সেট করা হয়, তাহলে এটি চারপাশের পরিবেশ খুব দ্রুত ঠান্ডা করতে থাকে। তবে এই পদ্ধতিটি আপনার এসির স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ এর ফলে আপনার এসির উপর অনেকটা চাপ পড়তে শুরু করে এবং নির্ধারিত সময়ের আগেই আপনার এসি খারাপ হয়ে যেতে পারে
বাড়িতে এয়ারকন্ডিশনার বা এসি ব্যবহার করলে প্রত্যেক মাসে বেশ মোটা অংকের বিদ্যুৎ বিল আসতে থাকে। তবে আপনারা চাইলেই কয়েকটি ট্রিক এপ্লাই করে বিদ্যুৎ বিল কমিয়ে ফেলতে পারবেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন কিছু বিষয় জানানো হবে যেটির মাধ্যমে আপনারা এসি ব্যবহার করেও অনেক কম টাকার বিল পাবেন।
অনেকে মনে করেন যে এসি বন্ধ রাখলে বিদ্যুৎ বিল কম আসবে। তবে এই ধারণাও কিন্তু আসলে ভুল। কারণ এসি চালিয়েও আপনি বিদ্যুতের বিল কমাতে পারেন।
যখন আপনি ঘরে থাকবেন না বা ব্যবহার করার প্রয়োজন হবে না , তখন আপনার এসিটি বন্ধ রাখুন। দরকার ছাড়া অন্য সময় এসি ব্যবহার করবেন না।
অনেকে আছেন যারা অলসতার কারণে সুইচ থেকে এসি বন্ধ না করে রিমোটের মাধ্যমে এসি বন্ধ করে থাকেন। তবে রিমোটের মাধ্যমে এসি বন্ধ করলে এটির বৈদ্যুতিক কানেকশন যুক্ত থাকে এবং এটি স্ট্যান্ডবাই মোডে থাকে। এর ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। তাই এসি বন্ধ করার হলে আপনারা সুইচ থেকে সরাসরি বন্ধ করুন।
মানুষের শরীরের জন্য ২৪ ডিগ্রি তাপমাত্রা হলো আদর্শ তাপমাত্রা। এই তাপমাত্রাটি যদি আপনি এসিতে সেট করে রাখতে পারেন তাহলে এসির ওপর খুব চাপ পড়ে না এবং বিদ্যুৎ বিল কম আসেলবে। পাশাপাশি আপনার এসি এর স্বাস্থ্যও ভালো থাকবে এবং বহুদিন পর্যন্ত আপনার এসি ব্যবহারযোগ্য থাকবে।
এসি ব্যবহার করার পাশাপাশি আপনারা সিলিং ফ্যান ব্যবহার করতে পারেন। এটি আপনার ঘরের ঠান্ডা কে ঘরের ভেতরে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে এর ফলে খুব দ্রুত ঘর ঠান্ডা হবে।