বর্তমানে কেনাকাটি যেমন অনলাইন হয়ে গেছে তেমন খাবারদাবার কেনার জন্য মানুষ অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। বর্তমানে বহু মানুষ রয়েছেন যাদের বাড়িতে রান্না করার সময় থাকে না বা ব্যস্ত থাকার কারণে খাবার তৈরি করা হয়ে ওঠেনা এই জন্য তারা বেশিরভাগই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলির উপরে নির্ভর করে থাকেন। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের কথা মাথায় আসতে প্রথমেই নাম আসে জোমাটো এবং সুইগীর। বর্তমানে প্রতিদিন দেশের কয়েক লক্ষ মানুষ এই দুটি অ্যাপ এর মাধ্যমে তাদের খাবার অর্ডার করে থাকেন।
জোমাটো সংস্থার গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই জন্য সংস্থার পক্ষ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এবার নিজেদের ইউপিআই পরিষেবা লঞ্চ করলে জোমাটো। নতুন এই পরিষেবা পাবার ফলে লাভবান হবেন অনেক গ্রাহক।
অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলিতে খাবার অর্ডার করার সময় অনেকে কার্ড বা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে টাকা পে করে থাকেন। অনেকে বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টাকা পে করে থাকেন। তবে নতুন এই পরিষেবা লঞ্চ হবার ফলে আপনারা সরাসরি এই সংস্থার ইউপিআই এর মাধ্যমে টাকা পে করতে পারবেন, যার জন্য আপনাদের খাটনি বেশ অনেকটাই কমে যাবে।
Zomato এর নিজস্ব ইউপিআই -তেই (Zomato UPI Service) আপনারা টাকা পে করতে পারবেন। তবে এখনো পর্যন্ত এই সুবিধা কি সমস্ত গ্রাহকদের দেওয়া হয়নি। বাছাই করা কিছু কাস্টমারদের এই সুবিধা দেওয়া হয়েছে এবং এই পরিষেবাটি যদি গ্রাহকরা স্বচ্ছন্দে ব্যবহার করতে পারে তাহলে অদূর ভবিষ্যতে সংস্থার সমস্ত গ্রাহকদের একাউন্টেই সুবিধাটি দিয়ে দেওয়া হবে।
এই সুবিধাটি পাবেন কিনা তা আপনি অ্যাপের মাধ্যমেই চেক করে নিতে পারবেন। প্রথমে অ্যাপের মধ্যে প্রোফাইল সেকশনে যেতে হবে। সেখানেই রয়েছে ইউপিআই অপশন যদি আপনারও এই অপশনটি দেখায় তাহলে আপনিও এই ইউপিআই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। তবে সংস্থার গোল্ড মেম্বাররা দ্রুত এই পরিষেবাটি পাবেন।