স্মার্টওয়াচ ব্যবহার করেন অথচ এই ৭টি ফিচারের কথা জানেন না? টাকা বাঁচান স্মার্ট ওয়াচের সাহায্যে।

আজকালকার দিনে প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্ট ওয়াচ। তবে দেখা যায় যে সময় দেখা ছাড়া বিশেষ কোন কাজে ব্যবহার করা হয় না এটি।

তবে প্রায় প্রত্যেকটি স্মার্টও আছেই রয়েছে অসাধারণ কিছু ফিচার যেগুলি আমরা অনেকেই ব্যবহার করি না বা ব্যবহার করার প্রয়োজন পড়ে না তবে এই ফিচার গুলি সত্যিই উপকারী এবং কিছু ক্ষেত্রে টাকা বাঁচিয়ে দিতে পারে আপনাদের।

হাতে থাকে স্মার্টওয়াচ। কিন্তু সময় দেখা ছাড়া এর খুব একটা ব্যবহার হয়না। আপনিও যদি এই তালিকায় থাকেন তাহলে স্মার্টওয়াচের জরুরি 7 ব্যবহার জেনে রাখুন।

ব্লুটুথ কলিং:

স্মার্টওয়াচের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ব্লুটুথ কলিং। অনেক সময় আমাদের মোবাইল ব্যাগে থাকে আর কল আসলে ধরতে পারি না শুনতে না পারার জন্য। সে ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ব্লুটুথ কলিং ওয়ালা স্মার্ট ওয়া।চ এ ছাড়া ট্রেনে, বাসে ট্রাভেল করার সময় আপনার মোবাইল চুরি হবার হাত থেকেও বেঁচে যাবে।

মিউজিক কন্ট্রোল:

পথে-ঘাটে গান শুনতে শুনতে অনেক সময় আমাদের গান চেঞ্জ করার দরকার পড়ে। অনেক সময় রাস্তার মধ্যে মোবাইল বের করতে গিয়ে পড়ে যায় , অনেক সময় আমরা ভিড়ের মধ্যে অস্বস্তিতে পড়ে যাই। সে ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে স্মার্ট ওয়াচের মিউজিক কন্ট্রোল ফিচার। এটির মাধ্যমে আপনারা আগের বা পরের গানে পাল্টাতে পারবেন।

ক্যামেরা কন্ট্রোল:

অনেক সময় আমরা একা দূরে কোথাও ঘুরতে গিয়ে ছবি তোলার কাউকে খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে স্মার্ট ওয়াচের ক্যামেরা কন্ট্রোল ফিচার। এর মাধ্যমে আপনারা মোটামুটি একটু দূর থেকে স্মার্টওয়াচের সাহায্যে ক্লিক করে ছবি তুলতে পারবেন।

ফাইন্ড মাই ফোন:

অনেক সময় ঘরের কোনে মোবাইল পড়ে থাকে এবং সাইলেন্ট মোডে থাকার জন্য আমরা সেটি খুঁজে পাই না। এই সমস্যা থেকেও আপনাকে বের করতে পারে স্মার্ট ওয়াচ ।কারণ স্মার্টওয়াচে রয়েছে ফাইন্ড মাই ফোন নামের একটি ফিচার, যায় মাধ্যমে আপনারা আপনার ফোনে একটি সাউন্ড নোটিফিকেশন পাঠিয়ে সহজেই ফোনটি খুঁজে পেতে পারবেন।

শরীরে অক্সিজেনের মাত্রা:

আপনার শরীরে কতটুকু অক্সিজেন রয়েছে সেটি আপনার স্মার্টওয়াচের সাহায্যে মনিটরিং করে জেনে নিতে পারবেন। করোনা চলাকালীন অক্সিজেন মাপার জন্য অক্সিমিটার ব্যবহার করা হচ্ছিল। তবে বর্তমানে আপনারা স্মার্টওয়াচের সাহায্যে অক্সিজেন লেভেল মেপে নিতে পারবেন।

Scroll to Top