Iphone Loot: ২০০০০ টাকার কমেই iphone কেনার সুযোগ দিচ্ছে flipkart, জানুন বিস্তারিত।

অনেকেরই আইফোন কেনার শখ থাকে। তবে দিনকে দিন যেভাবে আইফোনের বাজার মূল্য বেড়ে যাচ্ছে, তাতে করে প্রত্যেকের এই শখ পূরণ করা সম্ভব না। তবে গ্রাহকদের কথায় মাথায় রেখে মাত্র কুড়ি হাজার টাকার কমই iphone কেনার দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে flipkart কোম্পানি।

আইফোন ১১ মডেলের ওপর বাম্পার অফার দিচ্ছে ফ্লিপকার্ট। এই অফার এপ্লাই করলে আপনি মাত্র কুড়ি হাজার টাকার কমেই এই ফোনটি কিনে ফেলতে পারবেন। অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ফোনের দামে পেয়ে যাবেন একটি নতুন iphone।

এই মুহূর্তে যদি একটি আইফোন আপনি কিনতে চান তবে আপনার ইচ্ছে পূরণ করতে হাজির flipkart। আইফোন ১১ এর ১৫৬ জিবি এবং ১২৮ জিবি এর মডেলে এই দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে হয়তো প্রশ্ন জেগেছে যে, কিভাবে আপনারা এত কম দামে iphone কিনতে পারবেন।

ফ্লিপকার্টের এই অফার পেতে গেলে আপনাকে অবশ্যই এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকতে হবে।

আইফোন ১১ এর ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েণ্টের ভারতের বাজার মূল্য 43 হাজার 900 টাকা। ফ্লিপকার্ট এই দামের উপর ৮% ছাড় দিচ্ছে। অর্থাৎ এই ফোনটির দাম নেমে আসছে ৩৯ হাজার ৯৯৯ টাকায়। তবে আপনি যদি আপনার পুরনো কোন স্মার্টফোন এক্সচেঞ্জ করে আইফোন ১১ কিনেন তবে flipkart আপনাকে ২৩০০০ টাকা পর্যন্ত ছাড় দেবে।

এই ক্ষেত্রে দুটি অফার কে একসাথে কাজে লাগিয়ে আপনার আই ফোনের দাম কমে হয়ে যাচ্ছে 16999 টাকা। অর্থাৎ কুড়ি হাজার টাকার কমেই আপনি একটি নতুন iphone 11 মডেলের মোবাইল নিয়ে নিতে পারবেন।

কেউ যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে মোবাইল কেনেন সেক্ষেত্রে আপনারা পাঁচ শতাংশ ক্যাশব্যাক পাবেন। অনলাইন ট্রানজেকশন এর মাধ্যমে মোবাইল কিনলে আপনারা পাবেন ২৫০ টাকার ক্যাশ ব্যাক।

আইফোন ১৪ প্লাস মোবাইলের দুটি ভেরিয়েন্টের বাজার মূল্য ৮৯ হাজার ৯০০ টাকা এবং ৯৯ হাজার ৯০০ টাকা। এইচডিএফসি ব্যাংকের কার্ড দিয়ে যদি আপনারা এই পদ্ধতিতে ফোন কেনেন, তবে আপনারা পেতে পারেন 4796 টাকা এবং ৩০০০ টাকার ক্যাশব্যাক।

Scroll to Top