শুধুমাত্র এই গেমটা খেলেই টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন কদিনের মধ্যে; জানুন বিশদে।

শুধুমাত্র এই গেমটা খেলেই টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন কদিনের মধ্যে; জানুন বিশদে।

বর্তমানে বহু চাকরির কাজে টাইপিং এর দরকার হয়। বহু ছেলেমেয়েরা আছেন যাদের বাড়িতে কম্পিউটার নেই বলে টাইপিং শিখতে পারেন না। বা সময় এবং টাকার অভাবে টাইপিং শেখার কোন কোর্সে ভর্তি হতে পারেন না। তবে তাদের জন্য রয়েছে একটি অসাধারণ উপায়। নামমাত্র কিছু খরচ করে আপনারা বাড়িতে বসেই অল্প সময়ের মধ্যে টাইপিং শিখে নিতে পারবেন। মাত্র ১০০ টাকা খরচ করলেই হয়তো সমস্ত সেটআপ আপনারা কিনে নিতে পারবেন এবং একটা বড় এচিভমেন্ট করে নিতে পারবেন আপনারা শুধুমাত্র গেম খেলার মাধ্যমেই।

মোবাইল কিবোর্ড এ টাইপিং করা আর কম্পিউটারের কিবোর্ড টাইপিং করার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। সেই জন্য আপনাদেরকে প্রথমেই একটি কিবোর্ড কিনতে হবে। এলাকার যে কোন কম্পিউটারের দোকান থেকে আপনারা পুরনো কিবোর্ড কিনতে পারেন এবং সে ক্ষেত্রে আপনারা মাত্র ৫০ টাকার মধ্যে ভাল কিবোর্ড পেয়ে যাবেন। এছাড়া দরকার হবে একটি ওটিজি কেবলের। এটিও আপনারা চল্লিশ টাকা থেকে ৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

এরপর আপনার মোবাইলের সাথে কিবোর্ডটি কানেক্ট করে টাইপিং করা শুরু করে দিতে পারেন।

গেম খেলে টাইপিং স্পিড বাড়ানোর জন্য এই অ্যাপটি আপনাদের খুব কাজে লাগবে।

https://play.google.com/store/apps/details?id=com.THT.TypingGamesShootingKeyboard

এই গেমের নিচে একটি ছোট প্লেন থাকে যেখান থেকে গুলি বেরোয় এবং উপর থেকে অনেক প্লেন আসে যেগুলোর গায়ে ইংরেজি অক্ষরে কিছু শব্দ লেখা থাকে আপনারা যদি কিবোর্ডে হুবহু সেই শব্দগুলো টাইপ করতে পারেন তাহলে একের পর এক প্লেন ধ্বংস হতে থাকবে এবং আপনার লেভেল বাড়তে থাকবে। আপনি যত স্পিডে টাইপিং করবেন আপনার প্লেন থেকে তত দ্রুত গুলি বের হতে থাকবে এবং উপরের প্লেনগুলি ততো তাড়াতাড়ি ধ্বংস হবে।

দেখে মনে হতে পারে যে এই গেমটি একেবারেই বাচ্চাদের জন্য বা মজার জন্য। তবে এই গেমটি যদি আপনি নিয়মিত খেলতে পারেন, তবে আপনার টাইপিং স্পিড খুব কম সময়ের মধ্যেই অনেক বেড়ে যাবে।

গেম খেলার মাধ্যমে টাইপিং স্পিড বাড়ানোর জন্য আরেকটি গেম গুগলে উপলব্ধ রয়েছে। তবে সেটির ভার্সন খুব কম হওয়ায় অনেক কিবোর্ডে সেই গেমটি সাপোর্ট করে না। এই জন্য আপনারা যদি অন্য সাইটে বা কোন প্লাটফর্মে সেই গেমটির সাজেশন পেয়ে থাকেন, তবে সেই পথে না যাওয়াই ভালো। কারণ বেশিরভাগ ব্যবহারকারীদের ক্ষেত্রে সেই অ্যাপটি বা ওয়েবসাইটটি কাজ করছে না।

Scroll to Top