বিনামূল্যে আইফোন কিনতে চেয়েছিলেন কর্নাটকের এক যুবক; ভয়ঙ্কর পরিণতির কথা জানুন।

বয়স মাত্র কুড়ি বছর। হাতে কোন টাকা-পয়সা নেই। কিন্তু স্বপ্ন আইফোন কেনার। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে কতটা খারাপ পর্যায়ে পৌঁছে যেতে পারে মানুষ, তার উদাহরণ কর্ণাটকের এক যুবক।

পুলিশের কাছ থেকে জানা গিয়েছে যে হেমন্ত দত্ত নামের ওই যুবকের কাছে কোন রকম টাকা পয়সা ছিল না , কিন্তু তার স্বপ্ন ছিল আইফোন কেনার। এই জন্য সে ফ্লিপকার্টে একটি আইফোন অর্ডার দেয় এবং ঠিকানা হিসেবে তার বাড়ির ঠিকানা দেয়।

ডেলিভারি দিন যখন ডেলিভারি বয় মঞ্জু নায়েক আইফোন নিয়ে তার কাছে পৌঁছায়, তখন সে টাকা দেওয়ার জন্য তাকে ঘরে নিয়ে গিয়ে বসায়। তারপর ঘরের ভেতর থেকে একটি ছুরি বের করে এনে মঞ্জুকে একের পর এক কোপ বসাতে থাকে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জুর।

ঘটনাটি ঘটেছে গত ৭ ফেব্রুয়ারি। মঞ্জুর ভাই দাদাকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন। তল্লাশি শুরু করে পুলিশ। অফিসে খোঁজ নিয়ে শুরু করা হয় তদন্ত।

মঞ্জুর দেহ পাওয়া যায় রেললাইনের পাশে। এরপরই হেমন্তকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তার করার পর জানা যায় মৃতদেহ দুদিন ধরে একটি বস্তায় লুকিয়ে রাখে হেমন্ত। পরে তা ফেলে দিয়ে আসে রেললাইনের পাশে। সিসিটিভি ফুটেজ দেখে হেমন্তকে শনাক্ত করে পুলিশ। সিসিটিভি ফুটেজে আরো দেখা যায় যে, হেমন্ত বস্তায় ভরে কিছু একটা নিয়ে বাইকে চাপিয়ে চলে যাচ্ছে।

সব রকম প্রমান হাতে নিয়েই হেমন্তকে গ্রেপ্তার করে পুলিশ।

ডেলিভারি বয় এর এমন হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফ্লিপকার্ট সংস্থা। হকচকিত ফ্লিপকার্ট কোম্পানির লোকজনও। ফ্লিপকার্ট কোম্পানির থেকে আশ্বাস দেওয়া হয়েছে মঞ্জুর পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে সংস্থার পক্ষ থেকে। শুধুমাত্র লোভ-লালসা এবং অপূর্ন ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষা মানুষকে কতটা খারাপ পর্যায়ে পৌঁছে দিতে পারে আমরা তার সাক্ষী থাকলাম আরো একবার।

Scroll to Top