অন্য কাউকে দিয়ে আপনাকে পাঠাতে পারবেন নিজের মতো মেসেজ ; জানুন এক সিক্রেট ট্রিক!

সোশ্যাল মিডিয়ার (Social media) যুগে কত না মজার মজার ফিচার বেরিয়েছে। অনেক ফিচার যেমন দরকারি, তেমন সাথে সাথে মজার ও এবং বন্ধুদের সাথে প্রাঙ্ক (Prank messages) ও করতে পারবেন।

ধরুন আপনি চান যে কেউ আপনাকে “I love you” লিখে পাঠাক, এবং আপনার করা একটি ট্রিক এর মাধ্যমে সে আপনাকে তার অজান্তেই Whatsapp এ আপনাকে “I love you” লিখে পাঠাবে।

এই ট্রিক ইউজ করা সম্পূর্ণ সেফ এবং whatsapp এর নিজেরই এই সুবিধা আছে।

এই ট্রিক ইউজ করার জন্য আপনাকে প্রথমেই যেতে হবে এই লিংকে।

https://create.wa.link/

“Create a free wa- link” অপশনে ক্লিক করার পর +91 দিয়ে শুরু করে আপনার পুরো মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর নিজের ফাঁকা বক্সে আপনি সেই মেসেজটি(Message) দেখবেন যে মেসেজটি আপনি চান যে অন্য কেউ আপনাকে পাঠাবে।

মেসেজটি লেখার সম্পূর্ণ হয়ে গেলে নিচের সবুজ কালারের বক্সে ক্লিক করে আপনার লিংকটি কালেক্ট করে নেবেন।

এই লিংকগুলো সাধারণত অনেক বড় হয়। কাউকে পাঠালে সে হয়তো বুঝে যেতে পারে লিংক থেকে কি হতে পারে। তাই এখন প্রথমেই প্রয়োজন লিঙ্কটিকে ছোট করার।

লিংক ছোট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে

https://bitly.com/ এই ওয়েবসাইটে।

কিছুটা নিচের দিকে স্ক্রল করে এসে আপনি লিঙ্ক ছোট করার জন্য একটি বক্স পাবেন। আগের কপি করে রাখা বড় লিংকটি পেস্ট করে নিচের অপশন থেকে লিংকটি ছোট করে ফেলুন।

এরপর কপি অপশনে ক্লিক করলেই লিংকটি আপনার ফোনে কপি হয়ে যাবে।

এবার আপনি ওই কপি করা ছোট লিংকটি আপনার বন্ধুদেরকে বা অন্য কাউকে পাঠিয়ে ক্লিক করতে বলতে পারেন। লিংকে ক্লিক করলেই অটোমেটিক আপনার whatsapp চ্যাট খুলে মেসেজটি টাইপ হয়ে যাবে।। ওখানে সেন্ড করে দিলেই মেসেজটি আপনার ফোনে চলে আসবে।

বড় বড় কোম্পানিরা এই ট্রিক ইউজ করে নিজেদের প্রোডাক্ট এর প্রমোশন করে থাকে। বা কাস্টমারদের আরো ভালো সার্ভিস দেবার জন্য ইউজ করে এই ট্রিক। তবে আপনি মজার ছলেও এই ট্রিক ইউজ করতে পারবেন।

Scroll to Top