মায়ের সঙ্গে চিড়িয়াখানা ভ্রমন ছোট্ট ইউভানের, মজায় মাতল একরত্তি ‘রাজপুত্র’

সাল ২০২০। পরিস্থিতি তখন ভরা কোভিডে আক্রান্ত। চক্রবর্তী পরিবারে একাধিক দুর্যোগ এলেও, সেপ্টেম্বর মাস নাগাদ আনন্দের ফুল ফুটে ওঠে আঙিনা জুড়ে। কারণ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর কোল আলো করে আসে ফুটফুটে ইউভান। বলা বাহুল্য, জন্ম থেকেই কিন্তু ইউভান জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথম মুহূর্তে মায়ের সঙ্গে ছবি থেকে, বাবার সঙ্গে গম্ভীর আলাপচারিতা, রাজ এবং শুভশ্রী ইউভানের সকল মুহুর্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে সাক্ষী রেখেছেন অনুগামীদের সঙ্গে।

Yuvan

দর্শকও যে ইউভানকে কম ভালোবাসেন না, তাও আর বলতে অবকাশ রাখে না। ইউভানের প্রতি মুহূর্তের সঙ্গে তাঁরাও মেতে ওঠেন। ছোট থেকে এই রাজপুত্রের সকল প্রথম পদক্ষেপ দেখে এসছেন নেটিজেনরা। আধো আধো কথায় প্রথম বুলি হোক, কিংবা নিজের হাতে নিজের পুতুল গোছানো, সবটা প্রাণ ভরে উপভোগ করেন এই ক্ষুদের শুভাকাঙ্ক্ষীরা। দেখতে দেখতে কয়েক বছর কেটেছে। সময়ের স্রোতে ইউভান ভর্তি হয়েছে প্লে-স্কুলে। ভর্তি হওয়া থেকেই ইউভানের বড় হয়ে ওঠার প্রতি ধাপের সঙ্গে পরিচিত হচ্ছে নেটমহল। সেইখান থেকেই শীতের মরশুম আরও জমিয়ে উপভোগ করতে আয়োজন করা হয়েছে শিশুদের নিয়ে চড়ুইভাতির। গন্তব্য হল, আলিপুর চিড়িয়াখানা। ক্ষুদে ইউভান মায়ের সঙ্গে বন্ধুদের নিয়ে পাড়ি দিয়েছেন তাই এক অজানা সফরে।

Raj and Subhashree

এতদিন রাজপুত্র ছবিতে বা পুতুল হিসেবে যাঁদের পেয়েছে, এবার তাঁদেরকে চাক্ষুষ দেখার পালা তাঁর। সামাজিক মাধ্যমে ইউভানের প্রথম চিড়িয়াখানা সফরের মুহুর্ততে যথারীতি দর্শকদের মধ্যেও সামিল করেছেন বড় পর্দার ‘ইন্দুবালা’, ওরফে শুভশ্রী গাঙ্গুলী। বন্ধুদের সঙ্গে খুনসুটি করতে করতে বাসে করে চিড়িয়াখানা যাওয়া থেকে শুরু করে, গন্ডার, বাঘ, হাতি, শিম্পাজি সবকিছু অবাক বিস্ময়ে উপভোগ করলেন শুভশ্রীর নয়নের মণি। শুধু তাই নয়, অভিনেত্রী হয়েও আর পাঁচজন সাধারণ মানুষের মত বন্ধুদের মাঝে শুভশ্রী এবং ইউভানের মিশে যাওয়াকে ইন্টারনেট ব্যবহারকারীরা সাধুবাদও জানিয়েছেন। সাধুবাদ জানিয়েছেন রাজ শুভশ্রীর যথাযথ ‘প্যারেন্টিং’ কেও।

Subhashree and Yuvan

Scroll to Top