জেনে নিন, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে নিম গাছের সাহায্য আপনার চুল ও ত্বকের যত্ন নেবেন।

আগেকার দিনে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে (Natural) ওষুধ বানানো হতো। সেই কারণে যারা বানাতেন, তারা বিভিন্ন গাছের সন্ধান রাখতেন। সেইসব গাছগুলি খুবই উপকারী মানুষের জন্য। ভারতীয় আয়ুর্বেদের গুরুত্ব অপরিসীম। আজ এরমই একটি গুণসম্পূর্ণ গাছের কথা আপনাদের জানাবো, চলুন বিস্তারিত জেনে নিন।

নিম গাছের উপকারিতা সম্বন্ধে কম বেশি অনেকেই অবগত ভারতীয় আয়ুর্বেদে নিম গাছের গুরুত্ব অনেক বিভিন্ন রোগের চিকিৎসায় এই গাছ ব্যবহার করা হয়। অর্থাৎ এই গাছের পাতা থেকে শুরু করে গাছের ছাল সবকিছুই খুবই উপকারী মনুষ্য জীবের জন্য। এটি চুল এবং ত্বকের জন্য বেশ উপকারী। নিম তেল ব্যবহার করলে চুল লম্বা এবং ঘন হয়ে থাকে।

যদি মাথায় খুশকি থাকে তা থেকেও রেহাই পাওয়া যায়। এছাড়াও ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুলের গঠন উন্নত করে। নিমের তেল, তুলসী রস এবং চা গাছের তেলের মিশ্রণ করে চুলে লাগালে, চুল থেকে খুশকি উধাও হয়ে যাবে। এই মিশ্রণটি বানানোর জন্য প্রথমে তুলসী পাতা পিষে রস বের করুন। এরপর ৪, ৫ ফোটা ট্রি অয়েল মেশান। এতে এক টেবিল চামচ নিম তেল দিন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে চুল এবং মাথার ত্বকে লাগিয়ে রেখে দিন সারারাত। পরের দিন সকালবেলা ধুয়ে ফেলুন।

নিমের তেল এবং লেবুর রস এবং দই চুলের জন্য বেশ উপকারী হিসেবে ধরা হয়। প্রথমে চুলটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। এরপর মাথায় দই লাগান। সেটি ২০ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এরপর নিমের তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে সেটি মাথার ত্বকের ভালো করে ম্যাসেজ করে নিন। এরপর পরের দিন চুলে শ্যাম্পু করুন। সপ্তাহে যদি দুবার করেন, তাহলেই দেখতে পাবেন আপনার চুল কতটা চকচকে দেখাচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন।

Scroll to Top