কলকাতা শহরের ট্রাম লাইনে ট্রলি বাস চালানো নিয়ে চলছে পরিকল্পনা। শহরের নানা জায়গায় রয়েছে একাধিক ট্রাম রুট, কিন্তু বন্ধ রয়েছে ট্রাম পরিষেবা। সেই রুটেই চালানো যেতে পারে ট্রলিবাস। ওভারের তার থেকে বিদ্যুৎ পাওয়া যাবে এবং বিকল্প হিসেবে প্রত্যেকটি বাসে থাকবে ব্যাটারি। ট্রামকে ট্রলি বাসের চেহারা দেওয়া যেতে পারে।
ট্রলি বাস নিয়ে আলোচনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন দপ্তরে। যানজটমুক্ত সফর এবং সেতুর ভার লাঘব করার উদ্দেশ্যে ট্রলিবাস চালানো হতে পারে। কলকাতা শহরের বিভিন্ন রুটে ট্রাম চলাচল বন্ধ হয়ে গেছে অনেকদিন আগে। সামান্য কিছু রুটেই বর্তমানে ট্রাম চলাচল করে। এই পথেই যদি ট্রলিবাস চালানো যায় সেই নিয়ে আলোচনা চলছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরে।
বিদেশের বহু জায়গায় দেখা মেলে এই ঝা চকচকে ট্রলি বাসের। নামের শেষে বাস থাকলেও এটি আসলে ট্রাম এর আধুনিক সংস্করণ। ঠিক যেভাবে ট্রাম চলাচল করে ট্রলি বাসও সেই ভাবেই চলাচল করবে। ওভারহেড তার থেকে বিদ্যুৎ নেবে এবং বিকল্প হিসেবে বাসের মধ্যেই একটি আলাদা ব্যাটারি থাকবে। ট্রলি বাসের আরেকটি সুবিধা হল এটি নির্দিষ্ট লাইন ছাড়াও রাস্তাতেও চলতে পারে। তবে ট্রাম শুধুমাত্র লাইন দিয়েই চলতে পারে।
একটি সংস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য পরিবহন দপ্তরের সাথে ট্রলি বাস নিয়ে আলোচনা চালাচ্ছে। মূলত কলকাতা শহরেই পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। কলকাতার একাধিক জায়গায় ট্রাম লাইন এর জন্য বিদ্যুতের খুঁটি পোতা আছে, শহরের একাধিক জায়গায় রয়েছে ট্রাম লাইন। তাই ট্রলি বাস চালানোর জন্য আলাদা করে বিদ্যুতের খুঁটি এবং লাইন তৈরি করার প্রয়োজন নেই। শুধুমাত্র ট্রলি বাস কেনার খরচ বহন করলেই হবে। এছাড়াও ট্রাম কে যদি আধুনিক সংস্করণ হিসেবে ট্রলি বাসে রূপান্তর করা, যায় তবে খরচের মাত্রা আরো কম করা যাবে।
ধারণা করা যাচ্ছে যে ট্রলি বাস চালু করা হলে পড়ে থাকা ট্রাম লাইনগুলি পুনরায় ব্যবহার করা হবে। রাস্তাঘাটে যানজট কিছুটা হলেও কমবে। সেতুর ভারও লাঘব করা সম্ভব হবে যাতায়াতের ক্ষেত্রে।