যত দিন যাচ্ছে ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশাই কমে যাচ্ছে। এর একটি প্রধান কারণ হলো ভোডাফোন আইডিয়া কোম্পানি এখনো পর্যন্ত 5G পরিষেবা লঞ্চ করতে পারেনি। অন্যদিকে জিও বা এয়ারটেল-এর মত সংস্থাগুলি 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে ইতিমধ্যে এবং বহু গ্রাহকের বর্তমানে জিও এবং এয়ারটেল এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। গ্রাহককে ধরে রাখতে এবং নতুন গ্রাহক পেতে বেশ কিছু নতুন প্যাক লঞ্চ করা হচ্ছে ভোডাফোন আইডিয়ায় তরফ থেকে।
নতুন এই প্লানে গ্রাহকরা বিনামূল্যে পাবেন অতিরিক্ত ডেটা। ভোডাফোন আইডিয়া এর অফিশিয়াল অ্যাপ VI থেকে রিচার্জ করলে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে গ্রাহকদের জন্য। ” মহা রিচার্জ স্কিম ” এর ঘোষণা করেছে ভোডাফোন আইডিয়া সংস্থা , যেখানে আপনারা একদম বিনামূল্যে অতিরিক্ত ৫ জিবি পর্যন্ত ডাটা পেয়ে যেতে পারেন।
যারা ২৯৯ টাকা বা তার বেশি অংকের টাকা রিচার্জ করবেন তাদের জন্য এই সুবিধাটি পাওয়া যাবে। এছাড়া যারা ১৯৯ টাকা থেকে ২৯৯ টাকা পর্যন্ত এমাউন্টের রিচার্জ করবেন , তারা পেয়ে যাবেন অতিরিক্ত 2gb ডেটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে তিন দিনের জন্য বিনামূল্যে ২ জিবি ডাটা পাবেন আপনারা।
শুধুমাত্র ডাটা নয় , আরো বেশ কয়েকটি অফার এনেছে ভোডাফোন আইডিয়া সংস্থা। ভোডাফোন আইডিয়া এর Vi অ্যাপ থেকে Vi Movies & TV, Vi Music এবং Vi Games অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন আপনারা। বর্তমানে ভোডাফোন আইডিয়া স্টোরে মোট ১২০০টি মোবাইল গেম রয়েছে। যা খুব সহজেই ব্যবহার করা যায়। গ্রাহক ধরে রাখতে আবার নতুন দুটি রিচার্জ প্লান এনেছে ভোডাফোন আইডিয়া সংস্থা।
নতুন এই প্ল্যান গুলিতে আপনাকে খরচ করতে হতে পারে ৩৬৮ টাকা এবং ৩৬৯ টাকা। তবে একটা কথা তারতম্যের কারণে বেশ অনেকগুলি সুবিধা পেয়ে যাবেন আপনারা। দুটি প্লানেই প্রতিদিন 2 জিবি করে ডাটা ব্যবহার করতে পারবেন এবং ভ্যালিডিটি থাকবে ৩০ দিন। তবে এক টাকা বেশি রিচার্জ করলে অনেকগুলি অনলাইন প্লাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন আপনারা।