• Please enable News ticker from the theme option Panel to display Post

আর কষ্ট করে পাসওয়ার্ড মনে রাখা লাগবে না, গুগল আনলো “পাস-কি” !

আর কষ্ট করে পাসওয়ার্ড মনে রাখা লাগবে না, গুগল আনলো “পাস-কি” !

বর্তমান যুগে আমাদের প্রায় সকলেরই রয়েছে জিমেইল অ্যাকাউন্ট। আর জিমেইল একাউন্টের সাথে সংযুক্ত থাকে আমাদের অনেক সোশ্যাল মিডিয়া একাউন্ট। Twitter, Instagram, Facebook থেকে শুরু করে যে কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ একাউন্ট খুলতে গেলেই আমাদের দরকার হয় জিমেইল অ্যাকাউন্টের। এই জন্য অনেক গ্রাহকদের একাধিক জিমেইল একাউন্ট থাকে। আর একাধিক জিমেইল একাউন্টের পাসওয়ার্ড যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের মনে রাখাটা বেশ কষ্টকর।

ইন্টারনেট ব্যবহারকারীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে google আনলো নতুন একটি ফিচার। নতুন এই ফিচারের নাম হল পাস কি। এবার থেকে আর কষ্ট করে পাসওয়ার্ড মুখস্থ রাখার দরকার নেই, নতুন প্রযুক্তি নিয়ে হাজির হলো google।

পাসওয়ার্ড এর জায়গায় গুগল একাউন্টে লগইন করতে গেলে এবার পাস কি – এর মাধ্যমে আপনারা লগইন করতে পারবেন। বায়োমেট্রিক্স ব্যবহার করে ইউজাররা এবার থেকে লগইন করতে পারবেন গুগল একাউন্টে।

গত বছর থেকে মাইক্রোসফট এবং অ্যাপেলের সাথে এই বিষয়টি নিয়ে কাজ করছে গুগল। নতুন এই ফিচার চালু হবার ফলে আরো সুরক্ষিত সাইন ইন করার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।

 
আমরা যেভাবে মোবাইল বা ল্যাপটপ খুলি তার মধ্যে অন্যতম একটি উপায় হল ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান এবং পিন দিয়ে। বর্তমানে পাসওয়ার্ড নিয়ে হচ্ছে অনেক ফিশিং এটাক। গুগলে নতুন প্রযুক্তিতে ক্রিপ্তগ্রাফির সাহায্যে ক্লাউড অথেন্টিফিকেশন করা হবে বলে জানানো হয়েছে। আপাতত টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং পাসওয়ার্ড এর সাথে চালু হচ্ছে পাস কি।

এবার থেকে কোন অ্যাপ বা ওয়েবসাইটে যদি আপনাদেরকে গুগলের মাধ্যমে লগইন করতে হয় তাহলে নতুন এই অপশনটি দেবে গুগল। আপাতত ব্যক্তিগত জিমেইল একাউন্টে এই পরিষেবাটি দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে বিজনেস জিমেইল অ্যাকাউন্টেও এই ফিচারটি দেওয়া হবে।

এতে করে উপকৃত হবেন অনেক বয়স্ক মানুষেরা , যারা খুব সহজেই পাসওয়ার্ড ভুলে যান। এছাড়া যাদের একাধিক জিমেইল একাউন্ট রয়েছে এবং তাদের আলাদা আলাদা পাসওয়ার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও বেশ সুবিধা হতে চলেছে নতুন ফিচারটি লঞ্চ হবার ফলে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *