OPPO A16K এর দাম কমলো। জেনে নিন কত কমলো

ভারতীয় বাজারে একটি জনপ্রিয় স্মার্টফোন (Smartphone) ব্র্যান্ড হলো ওপো (Oppo)। দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। প্রায়শই এই সংস্থা বাজারে তাদের নতুন স্মার্টফোন বাজারে রয়েছে। এমনই এক স্মার্টফোন হলো ওপো এ১৬কে (Oppo A16K) । তথ্য অনুযায়ী, ভারতীয় বাজারে এই ফোনের দাম কমলো। পাশাপাশি এই স্মার্টফোনটি কিনলে পাওয়া যাবে আরও কিছু আকর্ষণীয় ছাড়। ওপো এ১৬কে স্মার্টফোনটির নতুন দাম কত? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।

OPPO A16K ফোনের দাম কমলো

ওপো এ১৬কে স্মার্টফোটির একটি ভেরিয়েন্ট হলো ৩GB RAM এবং ৬৪GB স্টোরেজ। এই ভেরিয়েন্টের দাম আগে ছিল ১০,৪৯৯ টাকা। বর্তমানে প্রায় ৫০০ টাকা কমানো হলো এই ফোনের দাম । এই ফোনটি এখন ৯,৯৯৯ টাকায় বাজারে মিলবে। ফোনটি কিনলে বিশেষ ডিসকাউন্টও পেয়ে যাবেন ICICI ব্যাঙ্ক, SBI কার্ড, ব্যাঙ্ক অফ বরোদা, যশ ব্যাঙ্ক, IDFC ব্যাঙ্ক এবং AU Small Finance Bank-এর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে মিলবে ছাড়।

OPPO A16K এর স্পেসিফিকেশন

১) ওপো এ১৬কে ফোনটিতে ৬.৫২-ইঞ্চি HD+ eye care ওয়াটারড্রপ ডিসপ্লে লাগানো হয়েছে। এই ডিসপ্লেটি ফ্ল্যাট এজ ডিসপ্লে বিশিষ্ট, যা সানলাইট ডিসপ্লে, মুনলাইট ডিসপ্লে এবং AI স্মার্ট ব্যাকলাইট সহ কম্ফোর্টেবল ভিউয়িং এক্সপেরিয়েন্স প্রদান করবে।

২) ওপো এ১৬কে ফোনটি ৩GB RAM এবং ৩২GB ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট। এতে রয়েছে অক্ট-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ (octa-core Mediatek Helio G35) প্রসেসর। এটি ColorOS 11.1 lite ভার্সন সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ৩.৫ হেডফোন জ্যাক, GPS এবং USB টাইপ সি সাপোর্ট। ব্যাটারির কথা বললে, ফোনটি ৪,২৩০ mAh ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত, যা ১০W চার্জিং সাপোর্টেড।

৩) ফটোগ্রাপির জন্য এই ফোনে শক্তিশালী ক্যামেরা লাগানো হয়েছে। ফোনে রয়েছে ১৩MP ব্যাক ক্যামেরা। ভিডিও কল ও সেলফির জন্য দেওয়া হয়েছে ৫MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া থাকছে ব্যাক ক্যামেরায় থাকবে LED ফ্ল্যাশ, HDR, নাইট ফিল্টার এবং SoLoop এর মতো ক্যামেরা ফিচার। ফ্রন্ট ক্যামেরা ক্ষেত্রে থাকবে HDR, ন্যাচারাল স্কিন রিটাচিং এবং AI প্লেট ফিচার।

Scroll to Top