পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে AI ; কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার পাসওয়ার্ড?

যত দিন যাচ্ছে ততই কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দাপট বেড়ে চলেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভালো দিক যেমন আছে তেমনি রয়েছে এর ক্ষতিকারক দিক।

জানা যাচ্ছে যে চোখের পলকে আপনার ফেসবুক, মোবাইল, ইমেইল বা সোশ্যাল মিডিয়া একাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

একটি সমীক্ষায় জানা গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ৫০ শতাংশ গ্রাহকদেরই পাসওয়ার্ড বের করে দিতে পারছে। এই কাজটা করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সময় লাগছে এক মিনিট এর ও কম।

পাসগ্যান নামের একটি AI পাসওয়ার্ড ক্র্যাকার ১কোটি ৫৬ লক্ষ ৮০ হাজার পাসওয়ার্ড নিয়ে কাজ করেছে। এই বিপুল সংখ্যক পাসওয়ার্ড এর প্রায় অর্ধেক পাসওয়ার্ড এটি এক মিনিটের মধ্যেই খুলে ফেলেছে। ৬৫ শতাংশ পাসওয়ার্ড জানতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা। ৮১% পাসওয়ার্ড জানতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার সময় লেগেছে এক মাস।

এই সমীক্ষা চিন্তার ভাঁজ ফেলেছে গ্রাহকদের কপালে। আমাদের পাসওয়ার্ড একবার হ্যাক হয়ে গেলে আমাদের বহু পার্সোনাল ডকুমেন্ট বাইরে লিক হয়ে যাবে এবং ভবিষ্যতে আমাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

কিভাবে আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন?

১. শুধুমাত্র সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না।

২. পাসওয়ার্ড এর মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং স্পেশাল সিম্বল ব্যবহার করুন।

৩. সহজেই গেস করা যায় এমন কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

৪. অন্তত পনেরো টি অক্ষরের পাসওয়ার্ড রাখার চেষ্টা করুন।

৫. দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখার জন্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।

৬. জন্ম তারিখ বা জন্ম সাল পাসওয়ার্ডের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না।

৭. সব একাউন্টে একই রকম পাসওয়ার্ড ব্যবহার করা বন্ধ করুন।

৮. তিন মাস থেকে ছয় মাসের মধ্যে পাসওয়ার্ড বদলান।

৯. আপনার পাসওয়ার্ড কখনো কোন তৃতীয় মাধ্যম বা কোন ব্যক্তির কাছে শেয়ার করবেন না।

১০. ভুয়া মনে হলে তেমন কোন ওয়েবসাইটে ভিজিট করবেন না এবং হুটহাট কোন ওয়েবসাইটে নিজের পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন না।

Scroll to Top