“আত্মরতি”র গল্প বুনেছেন পৃথা চক্রবর্তী, নিজেকে ভালোবাসার পথে অগ্রসর পাওলি-ঋত্বিক

“ভালোবাসা কী” এমন প্রশ্নের সম্মুখীন আমাদের প্রায়শই হতে হয়। কিন্তু এই উত্তর অজানা! বলা ভালো, কোনও নির্দিষ্ট সঙ্গা হয় না এই বিশেষ উপলব্ধির। স্থান-কাল-পাত্র বিচারে প্রত্যেক ভালোবাসা হয়ে ওঠে স্বতন্ত্র। কিন্তু ভালোবাসা কি কেবল কোনও অপর মাধ্যমকে কেন্দ্র করেই গড়ে ওঠে? নিজের প্রতি কি ভালোবাসা হয় না? এই প্রশ্নই ভাবিয়েছিল পরিচালক পৃথা চক্রবর্তীকে (Pritha Chakraborty)। তাঁর আসন্ন ছবি “পাহাড়গঞ্জ হল্ট” (Paharganj Halt) গল্প বলবে এক বিশেষ উপলব্ধির। যে উপলব্ধির ভিত হল “নিজেকে ভালোবাসো, তুমি এবার”! অর্থাৎ অপরের জন্য আমরা নিজেদের উৎসর্গ করতে গিয়ে ভুলে যাই নিজের কথা। ফলে নিজের কাছেই নিজে অস্তিত্বহীন হয়ে পড়ি। নিজের কাছে নিজের মূল্য হারালে, অপরের কদরও অসম্পূর্ণ থেকে। ঠিক এমনই এক আত্মোপলব্ধির সত্যতাকে প্রতিষ্ঠা করেছেন পরিচালক তাঁর ছবিতে। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং পাওলি দাম (Paoli Dam)।

গত প্রেম দিবসের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, এই ছবির ঘোষনা করেন খোদ পরিচালক এবং ছবির দুই মুখ্য চরিত্রাভিনেতা। প্রিয়জনকে ভালোবাসতে গেলেও যে আগে নিজের কদর নিজেকে করতে হবে, এমনই আভাস পাওয়া গেল তাঁদের বয়ানে। কেউই ছবির গল্প নিয়ে বিশেষ ইঙ্গিত দেননি। তবে নিজের “আত্মরতি” অর্থাৎ নিজেকে ভালোবাসার প্রসঙ্গই উঠে এসেছে তাঁদের বক্তব্য জুড়ে।

মূলত নায়ক নায়িকার মধ্যবর্তী প্রেম দেখেই আমরা অভ্যস্ত। কিন্তু পরিচালক বারংবার ছক ভাঙ্গা বিষয়বস্তুকে বেছে নিয়েছেন তাঁর ছবির কেন্দ্র হিসেবে। তাই নায়ক নায়িকার মধ্যকার অনুভবের আগেও, তিনি আত্ম-উদযাপনের দিকটিতে বিশেষ আলোকপাত করেছেন। অভিনেত্রী পাওলি দাম এই প্রকল্পে সুযোগ পেয়ে যারপরনাই খুশি। এমন ব্যতিক্রমী ধাঁচের ছবি তাঁর বেশ পছন্দসই। সামাজিক মাধ্যমে (Social Media) প্রায়শই দেখা যাচ্ছে তিনি ছবির শুটিংয়ের বিভিন্ন মুহূর্তের সাক্ষী করছেন অনুগামীদের। কখনও হেঁটে চলেছেন এক আলো আঁধারি পথ ধরে, কখনও বা তাঁর অভিনীত চরিত্রটির বেশে জানান দিচ্ছেন তিনি সত্যিই এই কাজের সঙ্গে একাত্ম হয়ে উঠেছেন। বোলপুরেও সংঘটিত হয়েছে ছবির প্রস্তুতি পর্ব। “মুখার্জীদার বউ”খ্যাত (Mukherjee Dar Bou) পৃথা চক্রবর্তীর স্থির বিশ্বাস, এইবারেও তাঁদের কাজ কথা বলবে। দর্শকদের যে এই ছবি অনুপ্রাণিত করবে, এমন সুর ধ্বনিত হয়েছে তাঁর মন্তব্যে।

Scroll to Top