Photography Tips: সাধারণ ফোনেও এবার তুলুন অসাধারণ ছবি। কিভাবে সম্ভব? জানুন টিপস।

অনেকেরই ইচ্ছে আছে বড়ো হয়ে ফটোগ্রাফি করার কিন্তু চিরাচরিত ধারণা এটাই যে ভালো দামী ফোন নাহলে বা ক্যামেরা ভালো না হলে ভালো ছবি তোলা যায়না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। ছবির মান ক্যামেরা না, ফটোগ্রাফারের উপর নির্ভর করে। সাধারণ স্মার্টফোনের ক্যামেরা দিয়েও অসাধারণ ছবি তোলা যায়।

কিন্তু তার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু টিপস। কি সেগুলি? জেনে নিন।

১. প্রতিবার ছবি তোলার আগে ফোনের ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন। কারণ আঙুলের ছাপ, ধুলোবালির কারণে লেন্স নোংরা হয়ে যায়।

২. ক্যামেরা সেটিংসে যান। সেখানে গিয়ে ছবির রেজোলিউশন High রাখুন।

৩. উজ্জ্বল আলোতে ছবি তুলুন। এটি খুব গুরুত্বপূর্ণ ভালো কোনো ছবি তোলার জন্য। কম আলোতে ছবির মান খারাপ হয়ে যায়। উজ্জ্বল আলো মানে কিন্তু ভীষণ রোদে নয়। সূর্যোদয় বা সূর্যাস্তের আলোয় সবচেয়ে ভাল ছবি ওঠে।

৪. ছবি তোলার সময় ফোন হাতে একেবারে স্থির করে ধরুন। একইভাবে, যদি কোনও ব্যক্তির ছবি তোলেন, তাঁকে স্থির হয়ে থাকতে বলুন। Timer ব্যবহার করতে পারেন।

৯. শাটারে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই ফোন সরিয়ে নেবেন না। ১-২ সেকেন্ড ধরে রাখুন। এতে ছবি কেঁপে নষ্ট হয়ে যাবে না।

১০. ছবি তোলার পর তা অবশ্যই ভাল করে এডিট করুন। এর জন্য প্রথমে Crop করুন ছবিটি এবং তারপরে Pixlr, Snapseed-এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত এডিট করবেন না। ছবিটি নষ্ট করবেন না।

Scroll to Top