সম্প্রতি দেশ জুড়ে পালিত হয়েছে সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব। আর তাতেই দেশবাসী মেতেছিলেন বিঘ্ন বিনাশকের আরাধনায়। সাধারণ পরিবার থেকে তরকামহল, কেউ বাদ যাননি পুজোর আয়োজনে সামিল হতে। এই পুজো বাণিজ্য নগরী মুম্বইয়ে বিশেষ ভাবে প্রসিদ্ধ। আর মুম্বই মানেই বলিউড। বেশিরভাগ তারকাই ব্রতী হয়েছিলেন এই পুজোয়। যাঁদের বাড়ি হয়নি, তাঁরা ছিলেন অন্যের বাড়ি নিমন্ত্রিত। সম্প্রতি অভিনেত্রী রবিনা ট্যান্ডন এবং তাঁর কন্যা রাশাকে দেখা গেছে এই পুজোয় এক নিমন্ত্রিত বাড়িতে উপস্থিত থাকতে।
পুজো বাড়িতে গিয়েও নিন্দুকের হাত থেকে নিস্তার পাননি রবিনার কন্যা রাশা। বছর সাতেরোর এই কিশোরী ক্যামেরার সামনে ধরা দিতেই তাঁকে নিয়ে শুরু হয় চর্চা।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি ভাইরাল হতেই নেটিজেনরা আক্রমণ শুরু করে রাশাকে নিয়ে। কমেন্ট করে কিছুজন লেখেন, রাশা নাকি ঠোঁটের সার্জারি করিয়েছেন সুন্দরী দেখতে লাগার জন্য। আবার অন্য আর একজন লেখেন, অভিনেত্রী তারা সুতারিয়ারই যেন এক দুর্বল আদল রাশা। বলা বাহুল্য, তারাকে নিয়েও বলিউডে যথেষ্ট চর্চা হয়ে থাকে।
এত আক্রমণের মাঝে রাশার শুভাকাঙ্ক্ষীরা তাঁর সঙ্গ ছাড়তে ভোলেননি। কেউ তাঁকে জানিয়েছেন তিনি খুব সুন্দর লাগছেন, কেউ বা বলেছেন তিনি মা রবিবার ছোটবেলার আদল। মা মেয়ের এই জুটি মনেও ধরেছে মানুষের।
Image Credit: Instagram account of Rasha Tandan