এক লাফে রিচার্জের খরচ বাড়লো ১০০ টাকা, মধ্যবিত্তদের কপালে ফের জিওর আঘাত!

মোবাইলের সিম চালু রাখতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ এবং মধ্যবিত্তরা। বেশিরভাগ টেলিকম সংস্থাগুলি তাদের নূন্যতম রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছে। অন্যান্য সংস্থাগুলির মত একই পথে হাঁটলো এবার জিও।

পোস্টপ্যাড প্লান এর দাম বাড়ানো জিও সংস্থা। সব থেকে সস্তা পোস্টপেড প্লান হিসেবে এতদিন যে প্ল্যানটি পরিচিত ছিল সেটির দাম ১০০ টাকা বাড়ানো হলো জিও সংস্থার পক্ষ থেকে। এখন থেকে গ্রাহকদের ২৯৯ টাকা রিচার্জ করতে হবে। এর আগে পোস্টপেড প্লান এর ক্ষেত্রে ন্যূনতম রিচার্জ এমাউন্ট ছিল ১৯৯ টাকা।

টেলিকম সংস্থাগুলির মধ্যে এই পোস্টপেইড প্লানটি ছিল সবথেকে কম মূল্যের এবং সস্তা প্ল্যান। এটি সাধারণত এন্ট্রি লেভেল রিচার্জ প্ল্যান। এতদিন পর্যন্ত জিও পোস্টপেইড গ্রাহকেরা ১৯৯ টাকা রিচার্জ করেই সেই প্লান এর সুবিধা পেতেন তবে রাতারাতি জিও সংস্থার পক্ষ থেকে এই রিচার্জের পরিমাণ ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে গ্রাহকদের ন্যূনতম ২৯৯ টাকা রিচার্জ না করলে পোস্টপেইড সিম বন্ধ হয়ে যাবে।

তবে জিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন ২৯৯ টাকার পোস্টপেইড প্লানে আগের থেকে অনেক বেশি সুবিধা থাকবে।

নতুন ২৯৯ টাকার প্ল্যানে মিলবে ৩০ জিবি ডাটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং জিও ওয়েলকাম অফার। এখানে মিলবে 5G ডাটা, আনলিমিটেড।

এছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে জিও সিনেমা, জিও ক্লাউড, জিও টিভি ইত্যাদি সাবস্ক্রিপশন। এই প্লান্টি নেওয়ার জন্য ৩৭৫ টাকা আগে থেকে জমা দিতে হবে গ্রাহকদের। তবে সংস্থার তরফ থেকে বেশ কয়েকটি শর্ত মেনে চললে এই ডিপোজিট মূল্য মুকুব করে দেবে জিও।

এর আগে ১৯৯ টাকার প্ল্যান গ্রাহকেরা এক মাসে আনলিমিটেড কলিং, প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস পেতেন। তবে মাসে মোট ২৫ জিবি ডাটা পাওয়া যেত সেই অফারে। বর্তমানে গ্রাহকরা ২৯৯ টাকা রিচার্জ করে মোট ৩০ জিবি ডাটা পাবেন তাছাড়া অন্যান্য অফারগুলো তো আছেই।

Scroll to Top