Samsung ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে Samsung Galaxy A14 5G

ভারতীয় বাজারে স্মার্টফোনের (Smartphone) দুনিয়ায় একটি পরিচিত ব্র্যান্ড সামসুং (Samsung)। দীর্ঘ সময় ধরে এই সংস্থা ভারতীয় বাজারে তাদের আধিপত্য ধরে রেখেছে। মাঝে মাঝেই নতুন ফিচারের সঙ্গে নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয় এই সংস্থা। সম্পতি আরো এক নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে সামসুং। ফোনটি ৫জি সার্পটেড। এর দামও অনেক কম হবে বলে জানা যাচ্ছে। ফোনটির নাম সামসুং গ্যালাক্সি এ১৪ ৫জি (Samsung Galaxy A14 5G)। এটি সংস্থার গ্যালাক্সি এ সিরিজের (Galaxy A Series) নতুন ফোন, যা খুব শীঘ্রই লঞ্চ করা হবে। আজকের প্রতিবেদনে ফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে বিস্তারিত জনাবো। চলুন জেনে নিন।

Samsung Galaxy A14 5G এর স্পেসিফিকেশন

সামসুং-এর নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ১৪ ৫জি সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। তবে ফোনটি সম্পর্কে একটি খবর লিক হয়েছে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী ফোনটির স্পেসিফিকেশন কি হতে পারে, তা জেনে নিন।

১) মনে করা হচ্ছে সামসুং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনটিতে ৬.৫ ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে। যা ৯০Hz রিফ্রেশরেটে যুক্ত। অন্যদিকে এটি লেটেস্ট Android ১৩ OS এর সাথে লঞ্চ করা হবে। যা OneUI ৫.০ এর সাথে কাজ করবে। তবে এতে কোন চিপসেট ব্যাবহৃত হবে তা জানা যায়নি।

২) সামসুংয়ের নতুন স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ৬জিবি RAM ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ।

৩) রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ (Tripil Camera Setup) দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সর হবে ৫০ মেগাপিক্সেল। এছাড়া এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও থাকবে।

৪) পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ mAh ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। যা ১৫W ফাস্ট চার্জিং টেকনোলজি (Fast Charging Technology) সাপোর্ট করবে বলে জানা যাচ্ছে।

Samsung Galaxy A14 5G

Samsung Galaxy A14 5G-এর দাম

ভারতীয় বাজারে সামসুং গ্যালাক্সি এ১৪ ৫জি ফোনটি কবে লঞ্চে হবে সে সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ফোনটি যে কম দামে পাওয়া যাবে তা ওই রিপোর্ট থেকে অনুমান করা হচ্ছে। সামসুং গ্যালাক্সি এ১৪ ৫জি স্মার্টফোনটির দাম ১৫,০০০ টাকা থেকে শুরু হবে। এই ফোনটির সর্বোচ্চ মূল্য হতে পারে ১৮,০০০ টাকা।

Scroll to Top