ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা লঞ্চ (Satellite Internet Service In India) করতে চলেছে স্পেসএক্স (SpaceX)

বর্তমানে ইন্টারনেট ব্যাবহার (Internet Services) করেন না এমন মানুষ খুবই কম রয়েছে। ইন্টারনেট দৈনন্দিন জীবনে এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। ভারতে জিও ও এয়ারটেলের মতো সংস্থা গুলি ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে। সম্প্রতি দেশে 5G নেটওয়ার্কও চালু হয়েছেম এরই মাঝে আরেকটি খবর উঠে আসছে। যেখানে জানা যাচ্ছে যে, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা লঞ্চ (Satellite Internet Service In India) করতে চলেছে স্পেসএক্স (SpaceX)।

প্রসঙ্গত বিশ্বের ধনীতম ব্যক্তি হলেন এলান মাস্ক (Elon Musk)। এই এলন মাস্কের সংস্থা হলো স্পেসএক্স। যার ইন্টারনেট পরিষেবা হলো স্টারলিঙ্ক (Starlink)। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এই সার্ভিস লঞ্চ করার আবেদন করেছে স্পেসএক্স। রিলাইয়েন্স জিও ও ওয়ানওয়েবের পর তৃতীয় সংস্থা হিসাবে এবার স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিতে চলেছে এই সংস্থা। এর জন্য খুব তাড়াতাড়ি গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশনস বাই স্যাটেলাইট (GMPCS) পরিষেবা লাইসেন্সের জন্য ভারত সরকারের কাছে আবেদন করবে বলে জানা যাচ্ছে।

তবে স্থানীয় গেটওয়ে স্থাপন করতে গেলে স্পেসএক্সকে ভারতীয় টেলিযোগাযোগ বিভাগ (DoT) এর থেকে অনুমতি নিতে হবে। এদিকে একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ভারতের দশটি গ্রামীণ লোকসভা কেন্দ্রে পেতে তাদের পরিষেবা চালু করার জন্য কাজ করছে। তবে কেন্দ্রের তরফ থেকে স্টারলিঙ্ককে সমস্ত প্রি-অর্ডার তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লাইসেন্স পাচ্ছে ততদিন কোন প্রি অর্ডার নিতে পারবে না এই সংস্থা। তবে যদি সত্যি এটি ভারতে লঞ্চ হয়, তবে জিও ও এয়ারটেলের প্রতিযোগিতা আরো বাড়বে।

এলন মাস্ক মূলত লো আর্থ অর্বিট স্যাটেলাইট ব্যবহার করে বিশ্ব জুড়ে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করার লক্ষে স্টারলিঙ্ক লঞ্চ করেছিল। এই পরিষেবা ইন্টারনেট স্পীড যেমন খুব বেশি হয়, তেমনই কম ল্যাটেন্সি পাবেন গ্রাহকরা। এর ফলে অনলাইন গেমিং থেকে শুরু করে ভিডিয়ো স্ট্রিমিং, ভিডিয়ো কল করতে গিয়ে আর সমস্যায় পড়তে হবে না। এ ক্ষেত্রে গ্রাহকদের অনেক সুবিধা হবে। এর মধ্যে দিয়ে আরেকটি বিশেষ সুবিধা হবে। এখনো দেশের যে সমস্ত অঞ্চলে ফোরজি নেটওয়ার্ক পৌঁছায়নি বা ইন্টারনেট অনেকটাই কম স্পিড দেয় সেই সমস্ত অঞ্চলে স্টারলিঙ্কের ইন্টারনেট বিশেষ ভূমিকা পালন করবে।

Scroll to Top