ঘর ঝাঁট দিতে ক্লান্ত? মোবাইলের মাধ্যমেই করতে পারবেন ঘরের সাফাই। সুযোগ দিচ্ছে Realme!

প্রত্যেকদিন সকালে উঠে যে কাজগুলো আমাদের করতেই হয় তার মধ্যে অন্যতম একটি কাজ হল ঘর ঝাট দেওয়া।

ঘর ঝাড় দেওয়ার কাজ মূলত করে থাকেন বাড়ির বড়রা। এখন প্রায় বড়দের প্রত্যেকেরই কোমরে বা মাজায় ব্যথা। এজন্য ঘর ঝাড় দিতে তাদের বেশ সমস্যা হয়। এখন অবশ্য বাজারে ভ্যাকুয়াম ক্লিনার এসেছে, তবে সবার পক্ষে সেটি কেনা সম্ভব নয় দামের কারণে।

তবে কল্পনা করুন যে, আপনি সকালে ঘুম থেকে উঠে মোবাইলে সামান্য কিছু ইনস্ট্রাকশন দিয়েই সমগ্র ঘরটি পরিষ্কার করে ফেলছেন। তাহলে কেমন হয়?

কল্পনার বাইরে এবার বাস্তবতায় আসুন। কারণ বেশ কিছু কোম্পানির পক্ষ থেকে এমন সুযোগ দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম একটি বিশ্বাসযোগ্য কোম্পানি হল realme।

“Realme TechLife Robot Vacuum Cleaner” লিখে আমার জন্য যদি আপনারা সার্চ করেন তাহলে একটি রোবট ভ্যাকিউম ক্লিনার পাবেন। এটি ব্যবহার করা খুবই সোজা কারণ পুরো প্রসেসটা আপনাকে মোবাইলের মাধ্যমে করতে হবে।

মোবাইলের মাধ্যমে ঘরের কোন কোন অংশ পরিস্কার করতে হবে, সেই ইনস্ট্রাকশনটি দিলে এই যন্ত্রটি নিজে থেকেই সমস্ত জায়গা পরিষ্কার করে দেবে। অর্থাৎ আপনি সকালে উঠে অনেকটা সময় পেয়ে যাবেন যে সময়টা আগে ঘর পরিষ্কার করতে ব্যয় হতো। তার সাথে আপনাদের শ্রমের পরিমাণটা অনেকটা কমে যাবে, কারণ ঘর পরিষ্কার করতে বেশ অনেকটাই কষ্ট হয়ে যায়।

আমাজনে এই রোবট ভ্যাকিউম ক্লিনার টির দাম বর্তমানে ২৫৯৯৯ টাকা। তবে বিভিন্ন অনুষ্ঠান বা অকেশন এর সময় এটির দাম কিছুটা কমে এবং অতিরিক্ত ছাড় দেওয়া হয়।

শুধুমাত্র রিয়াল মি কোম্পানি নয়, ফাস্ট ট্রাক, এম আই ইত্যাদি বহু কোম্পানি এমন রোবট ক্লিনার বাজারে লঞ্চ করেছে। এগুলির মাধ্যমে সাধারণ মানুষের জীবন বেশ অনেকটাই ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাবে এবং বহু মানুষ বর্তমানে এগুলি অর্ডারও করছেন। কাস্টমারদের অভিজ্ঞতা ঠিক কেমন তা আপনারা প্রোডাক্টগুলির রিভিউ সেকশনে গেলেই বুঝতে পারবেন।

Scroll to Top