২৯ লক্ষ ভারতীয়দের একাউন্ট ব্যান করল Whatsapp, আগামী দিনে আপনার পালা নয় তো?

বর্তমানে অন্যতম একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। সারা পৃথিবীর কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। যত দিন যাচ্ছে , হোয়াটসঅ্যাপ নিজেদের তত উন্নত করে বিভিন্ন রকম ফিচার আনছে গ্রাহকদের সুবিধার জন্য। ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে অফিসিয়াল কাজ,পড়াশোনা সবরকম ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটি কাজের অ্যাপ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি মেটাভার্সের(Metaverse) সাথে হোয়াটসঅ্যাপ যুক্ত করা হয়েছে। তার ফলে আরও উন্নত হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা এবং এর সিকিউরিটি সিস্টেম। আগামী দিনের জুম, গুগলকে টেক্কা দিতে কনফারেন্স কলেরও ফিচার চলে এসেছে হোয়াটসঅ্যাপে।

তবে শোনা যাচ্ছে যে সম্প্রতি ২৯ লক্ষ ভারতীয়দের একাউন্ট ব্যান করা হয়েছে হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে। শুধুমাত্র ভারত থেকেই ২৯ লক্ষ গ্রাহকের ব্যান (Whatsapp Ban) করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে।

কারণ হিসেবে তারা জানিয়ে চেয়েছে সুরক্ষা সংক্রান্ত কারণেই এই সমস্ত গ্রাহকদের একাউন্ট বাতিল করা হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত হয়েছে। এই কারণে যদি কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেক রিপোর্ট পড়তে থাকে, তাহলে whatsapp নিজে থেকে সেগুলি যাচাই করতে থাকে এবং যদি যাচাই করে হোয়াটসঅ্যাপের মনে হয় যে এই অ্যাকাউন্টটি থাকা নিরাপদ নয়, সিকিউরিটিজনিত কারণে তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সেই অ্যাকাউন্টটি ব্যান করে দেওয়া হচ্ছে।

হোয়াটসঅ্যাপে তরফ থেকে বলা হয়েছে, কোন একাউন্টের তরফ থেকে যদি বিপদের সম্ভাবনা থাকে, তবে আগেভাগেই সেই বিপদ রুখে দিতে চায় হোয়াটসঅ্যাপ। সেই জন্য সম্প্রতি এত লক্ষ্য একাউন্ট ব্যান করা হয়েছে।

এছাড়া সম্প্রতি গ্রাহকদের তরফ থেকে জানা গিয়েছে যে সমস্ত গ্রাহকেরা বেশ কিছু ১৮+ গ্রুপে যুক্ত ছিলেন তাদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। গ্রুপে মেসেজ গুলোর উপর স্বয়ংক্রিয় রিপোর্ট এবং অন্যান্য ইউজারদের রিপোর্টের ভিত্তিতে আরো বহু সংখ্যক গ্রাহককে ব্যান করা হয়েছে। এবং আগামী দিনে হয়তো আরো বহু সংখ্যক গ্রাহক ব্যান হতে পারেন whatsapp থেকে। এজন্য সব সময় সুরক্ষিত থাকুন। এমন কোন ডকুমেন্ট বা এমন কোন ইনফো শেয়ার করবেন না, যেটির কারণে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হতে পারে।

Scroll to Top