ন্যাভিগেশন বারে চেঞ্জ, ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং সুবিধা – নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ !

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এবারে তাদের নবতম সংযোজন হলো ভিডিও কলে স্ক্রীন শেয়ারিং (Whatsapp Screen Sharing)। এবার থেকে গ্রাহকেরা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করতে পারবেন অন্যপ্রান্তে থাকা ব্যক্তির সাথে। এতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে অন্য প্রান্তের ব্যক্তিটি বর্তমানে কাদের সাথে চ্যাট করছেন বা তার মোবাইল স্ক্রিনে কি কি আছে।

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন এই সিস্টেমটি অনেকটা গুগল মিট এর মতো। কারন গুগল মিটে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার(Screen Sharing app) করা যায় এবং পড়াশোনা, মিটিং বহু কাজে এই ফিচারটি খুব প্রয়োজনীয়।

স্ক্রিন শেয়ার করার সময় আপনি চাইলে যেকোনো সময় শেয়ারিং বন্ধ করতে পারেন, আবার যে কোন সময় শেয়ারিং চালু করতে পারেন। পুরোটাই থাকবে গ্রাহকদের কন্ট্রোলে।

WABetaInfo জানিয়েছে স্ক্রিন শেয়ারিং এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের নেভিগেশন(WhatsApp Navigation Change order) বারের ট্যাবগুলির নতুন প্লেসমেন্ট আনা হবে পরের আপডেট এ। খুব শীঘ্রই এই সিস্টেমটি সকল গ্রাহকদের মোবাইলেই পৌঁছে যাবে।

নতুন নেভিগেশন বারের অর্ডার থাকবে চ্যাট, কল, কমিউনিটি এবং স্ট্যাটাস। এতে করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আলাদা আলাদা ট্যাব থেকে আলাদা আলাদা বিষয়গুলি সম্পর্কে অবগত হতে পারবেন এবং whatsapp ব্যবহার করা আগের থেকে বেশ অনেকটাই সুবিধাজনক হবে।

Scroll to Top