Ticket confirmation: ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও অনায়াসেই পেতে পারেন কনফার্ম টিকিট! জানুন বিশদে।

বিশ্বের মধ্যে অন্যতম বড় রেলব্যবস্থা হলো ভারতীয় রেলের। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ট্রেনের মাধ্যমে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বাস বা অন্য যানবাহনের তুলনায় রেলকেই ভরসা করে থাকেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। কাছে হোক কিংবা দূরে খুব সহজেই আপনি ট্রেনে করে যাতায়াত করা যায় এবং খুব comfortable journey হয় ট্রেনের মাধ্যমে। অন্যান্য গণপরিবহনের থেকে ট্রেনে যাতায়াত খরচও কম হয়। এটিও একটি কারণ রেলকে বেছে নেওয়ার।

তবে দূরের গন্তব্যে গেলে টিকিট আগে থেকে বুক না করলে কনফার্ম টিকিট পাওয়া ঝামেলার হয়ে পরে। এই সমস্যার সমাধানে রেল নিয়ে এলো বড়ো ব্যবস্থা যার মাধ্যমে ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও টিকিট কেটে পাবেন কনফার্ম টিকিট! বিশদে জানুন।

টিকিট ছাড়া ট্রেনে ওঠা কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং টিকিট ছাড়া ট্রেনে উঠলে পেতে হতে পারে কঠোর শাস্তি। কিন্তু হঠাৎ যদি কোথাও যেতে হয় সেক্ষেত্রে টিকিট পাওয়া হয়ে যায় খুব মুশকিল। সেই সমস্যাকে দূর করতেই আইআরসিটিসি নিয়ে এলো নতুন পরিষেবা। ট্রেন ছাড়ার ১০ মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন কনফার্ম টিকিট।

যাত্রীদের অসুবিধা দূর করার জন্য IRCTC এর এই নতুন পরিষেবা সত্যিই খুব কার্যকর। নিশ্চিতভাবে ট্রেন ছাড়া ১০ মিনিট আগেই আপনি পেয়ে যাবেন আপনার কনফার্ম টিকিট (Ticket confirmation)। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে এ কিকরে সম্ভব যেখানে আগেই রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেছে। এর উত্তরে IRCTC দিয়েছে বেশ নতুন তথ্য। কি সেটি? জেনে নেওয়া যাক।

IRCTC এর মোবাইল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে আপনি আপনার টিকিট বুকিং থেকে শুরু করে, লাইভ স্ট্যাটাস, টিকিট ক্যান্সেল ইত্যাদি কাজ করে নিতে পারবেন। এরফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় না। এই অ্যাপটির মাধ্যমেই আপনি আপনার টিকিট কনফার্ম করতে পারবেন।

যাত্রীদের জন্য সব থেকে বড় সুবিধা হল, যখন আপনি IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং উইন্ডোতে চ্যাট বা ভ্যাকেন্সির অপশন দেখতে পাবেন এবং নির্দিষ্ট ট্রেনে সিট খালি পাওয়া যাবে কিনা তার হদিস আগে থেকেই পাবেন। যদি কোনো যাত্রী শেষ মুহূর্তে বা কোনো কারণে তাঁদের টিকিট বুকিং বাতিল করেন, তাহলে ভ্যাকেন্সি চার্টের অপশনে ওই খালি সিটগুলির সম্পর্কে জানা যায় এবং এই কারণেই ট্রেনের খালি সিট সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। এমনকি চার্ট তৈরি হয়ে যাওয়ার পরও আপনি আপনার টিকিট কনফার্ম করতে পারবেন। IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে থাকা এই ফিচারটি আপনাকে শেষ মুহূর্তে কনফার্ম টিকিট পেতে সাহায্য করবে। এভাবে সহজেই যাতায়াত করুন আর টিকিট কিন্তু রেলের ওয়েবসাইট থেকে কাটলেই এই সুবিধা পাবেন। নচেৎ নয়।

Scroll to Top