WhatsApp Shutdown: আর মাত্র একদিন পরেই whatsapp বন্ধ হয়ে যাবে এই ডিভাইস গুলিতে; আপনার ডিভাইস কি এই তালিকায় আছে?

বর্তমানে ম্যাসেজিং অ্যাপের (Messaging app) তালিকায় সব থেকে উপরে আছে হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বের কয়েক কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। ভারতেও whatsapp ব্যবহারকারী মানুষের সংখ্যা প্রচুর।

তবে হোয়াটসঅ্যাপের পলিসি অনুযায়ী ইউজারদের জন্য একটি খারাপ খবর অপেক্ষা করছে। আর মাত্র একদিন পর থেকেই নির্দিষ্ট কিছু ডিভাইসের ইউজাররা আর whatsapp ব্যবহার করতে পারবেন না তাদের ফোনে। বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে গ্রাহকদেরকে তাদের হ্যান্ডসেট আপগ্রেড (Handset upgrade) করার জন্য।

whatsapp এর ইউজার এক্সপেরিয়েন্স (User experience) উন্নত করতে এবং বিভিন্ন বাগ ঠিক করার জন্য প্রায় প্রতি সপ্তাহেই অ্যাপের মধ্যে আপডেট দেওয়া হয় হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। মোবাইলের ভার্সন এর সাথে অ্যাপ যাতে ঠিকঠাক ভাবে মানিয়ে চলে সেই জন্য অ্যাপ সর্বদাই আপডেট হতে থাকে।

প্রতিবছর আপডেট হবার সাথে সাথে পুরনো কিছু মডেল এ whatsapp আর মানিয়ে চলতে পারে না এবং সেই ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কাজ করে না।

আগামী ৩১শে ডিসেম্বরের পর থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের মোবাইলে whatsapp আর চলবে না।

একটি প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫০টি স্মার্টফোনে whatsapp সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে। এই তালিকায় আপেল ,স্যামসাং, এলজি সহ আরো বেশ কিছু ডিভাইসের মোবাইল রয়েছে।

আপেলের কোন হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ চলবে না?

আইফোন ৫ এবং আইফোন ৫সি আইফোনের এই দুটি মডেল এ নতুন বছর থেকে আর whatsapp চালানো যাবে না।

কোন কোন এন্ড্রয়েড মোবাইলে whatsapp চলবে না?

আর্কোস 53 প্লাটিনাম, গ্র্যান্ড এস ফ্লেক্স জেডটিই, Grand X Quad V987 ZTE,Huawei Ascend D2, Huawei Ascend G740, HTC Desire 500, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি,এলজি লুসিড 2, LG Optimus 4X HD, এলজি অপটিমাস এফ৩ হুয়াওয়ে অ্যাসেন্ড ডি1, হুয়াওয়ে অ্যাসেন্ড মেট, Huawei Ascend P1, কোয়াড এক্সএল, Lenovo A820 – এমন আরো কিছু ডিভাইসে আগামী বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে।

whatsapp বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন?

এই তালিকায় থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি বা অ্যাপেল ডিভাইসগুলি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপের নতুন কোন আপডেট পাবেন না। নতুন ভার্সনে আপডেট না করলে আপনার হোয়াটসঅ্যাপটি আপনা আপনি বন্ধ হয়ে যাবে।

যদি আপনার কাছে এই মডেলের মোবাইল গুলো থাকে, তবে আপনাকে আপডেটের কথা মাথায় রাখতে হবে। whatsapp ব্যবহার করতে গেলে লেটেস্ট প্রযুক্তি সহ মোবাইল ব্যবহার করতে হবে। আপনি যদি ভাবেন, হোয়াটসঅ্যাপ আপডেট না করে পুরনো ভার্সন চালিয়ে যাবেন তবে সেটি আপনার প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য ক্ষতিকর হতে পারে।

Scroll to Top