বলিউড থেকে টলিউড, ২০২২ এ বিয়ের সানাই বেজেছে যে সকল তারকার ঘরে…

অনিন্দিতা রায়চৌধুরী – অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর (Anindita Raychaudhury) ‘ধুলোকণা’ ধারাবাহিকে খল চরিত্রে হোক, কিংবা ‘পটল কুমার গানওয়ালা’, ‘ভুতু’, ‘গুড্ডি’ প্রভৃতি ধারাবাহিকে স্নেহশীল মায়ের ভূমিকায় অভিনয়, দর্শকদের সকল ক্ষেত্রে মন জয় করে নিয়েছে। বছরের শুরুতেই, ২৬ জানুয়ারি অভিনেতা সুদীপ সরকারের (Sudip Sarkar) সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘরোয়া ভাবেই আয়োজন করা হয়েছিল তাঁদের বিবাহ বাসর।

মৌনী রায় – বঙ্গ তনয়া মৌনী রায় (Mouni Ray), শুধু বাংলার নয়, বরং সারা ভারতে জনপ্রিয়। তিনি ‘নাগিন’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মূলত খ্যাতি অর্জন করেন। বড় পর্দায়ও জমিয়ে কাজ করেছেন মৌনী। ২০২২ এর জানুয়ারি মাসের ২৭ তারিখ তিনি তাঁর প্রিয়তম, সুরজ নাম্বিয়ার (Suraj Nambia) সঙ্গে বিবাহের যোগসূত্র বাঁধেন। তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল প্রথম দর্শনেই।

ফারহান আখতার – প্রযোজনা, পরিচালনা এবং অভিনয়! প্রতিটি ক্ষেত্রেই নিজেকে সফল ভাবে প্রমাণ করেছেন ফারহান আখতার। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্দেকারের (Shibani Dandekar) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বেছে নিয়েছেন তাঁর সারা জীবনের ‘সেনোরিটা’কে।

ভিক্রান্ত মেসি – প্রেমিকা শীতল ঠাকুরের সঙ্গে সাত বছরের সম্পর্ক। চলতি বছর, ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন তাই শুভ কাজ সেরে নিলেন বলিউড অভিনেতা ভিক্রান্ত মেসি (Vikrant Massey)। চার হাত তাঁদের এক হল।

শ্রীতমা রায়চৌধুরী – প্রেম দিবসের দিন বিবাহ হিসেবে প্রেমকে পূর্ণতা দিয়েছেন টলিউডের এক অভিনেত্রীও। ‘বধূবরণ’ ধারাবাহিকে খল চরিত্র, ‘ঝিলমিল’ এর ভূমিকায় অভিনয় করেন তিনি। এখন করছেন ‘গৌরী এলো’ ধারাবাহিকে। শ্রীতমা রায়চৌধুরী (Sreetama Roychowdhury) তাঁর দীর্ঘদিনের প্রেমিক দীপাঞ্জন গঙ্গোপাধ্যায়ের (Deepanjan Gangopadhyay) সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি।

আলিয়া ভাট – তাঁদের বিবাহ ছিল ‘টক অফ দা টাউন’। এই বছর সাত পাকে ঘুরেছেন বলিউডের ‘গাঙ্গুবাই’ এবং বলিউডের ‘বরফি’। বেশ কিছু বছরের প্রণয়ের পর আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুরের (Ranbir Kapoor) শুভ পরিণয় সম্পন্ন হয়েছে চলতি বছর এপ্রিলে। এমনকি নভেম্বরেই তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট ‘রাহা’।

অঙ্কিতা চক্রবর্তী – ‘ইন্দ্রানী’ ধারাবাহিক খ্যাত, অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অভিনেতা প্রান্তিক ব্যানার্জীর (Prantik Banerjee) সঙ্গে প্রেমের বন্ধনে লিপ্ত হন গত বছরে। এই বছরে দুজনে সিকিমের এক মনোরম পাহাড়ি পরিবেশে, ঘনিষ্ঠমহলকে সঙ্গে করে তাঁদের বিবাহ সম্পন্ন করেন।

আলী ফজল – ফুকরে’ ছবিতে অভিনয় দিয়েই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিতে চেয়েছিলেন বছর কয়েক আগেই। কিন্তু অতিমারী বাধ সাধে। অবশেষে গত অক্টোবরে আলী ফজল (Ali Fazal) এবং রিচা চড্ডার (Richa Chadha) শুভ পরিণয় সম্পন্ন হল।

পলক মুচ্ছল – ‘আশিকি ২’ ছবিতে প্রেমের রসায়নের অনুঘটক হয়েছিল মিথুন শর্মার (Mithoon Sharma) সুরে পলক মুচ্ছলের (Palak Muchhal) মিষ্টি কন্ঠ। বলা বাহুল্য, সেখানে তৈরি হয় তাঁদের মধ্যকার রসায়নও। গত নভেম্বরের তাঁরা চিরজীবনের সাথী হিসেবে একে ওপরের পানি গ্রহন করেন।

চিত্রাঙ্গদা চক্রবর্তী – প্রযোজক তথা পরিচালক শতরূপা স্যান্যালের জ্যেষ্ঠ কন্যা, অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty) তাঁর কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। তারপর অভিনয়। সম্প্রতি তিনি তাঁর প্রেমিক সম্বিত চ্যাটার্জীর (Sambit Chatterjee) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বাঙালিয়ানা এবং রাজকীয় আমেজের মিশেলে সম্পন্ন হল তাঁদের বিবাহ।

Scroll to Top