বর্তমানে স্মার্টফোনের দুনিয়ায় অন্যতম একটি জনপ্রিয় স্মার্টফোন হল গুগল পিক্সেল। Android সিস্টেমে চলা এই মোবাইলটি বর্তমানে iphone এর সমতুল্য জনপ্রিয় তা অর্জন করেছে। বিভিন্ন রকম ফিচার রয়েছে এতে যেগুলি অন্যান্য এন্ড্রয়েড ফোনে পাওয়া যায় না।এই সমস্ত কারণেই বর্তমানে এই ফোনটি অত্যাধিক জনপ্রিয়। চলুন জেনে নেওয়া যাক google পিক্সেল স্মার্টফোনের জনপ্রিয় কিছু অসাধারণ ফিচার।
গুগলের পিক্সেল স্মার্টফোন কী?
মূলত সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করলেও ধীরে ধীরে বিভিন্ন রকম ডিভাইস লঞ্চ করা শুরু হয় গুগলের পক্ষ থেকে।তার মধ্যে অন্যতম একটি ডিভাইস হল গুগল পিক্সেল স্মার্টফোন। গুগলের অসাধারণ সব সফটওয়্যার থাকার জন্য এই ফোনটি বর্তমানে অনন্য একটি মোবাইল। ২০১৬ সাল থেকে পিক্সেল সিরিজ বের করে শুরু করে গুগল
ক্যামেরা কেমন এর?
গুগল পিক্সেল মোবাইল সকালের মনে জায়গা করে নিয়েছে যে সমস্ত কারণে, তার মধ্যে অন্যতম একটি কারণ হল এর ক্যামেরা। গুগলের অসাধারণ সব সফটওয়্যার সহযোগে এর ক্যামেরা তৈরি করা হয়েছে যা একটি দামি ক্যামেরার মত কাজ করে।অ্যাস্ট্রোফটোগ্রাফি নামের একটি অপশনের সাহায্যে আপনারা রাতের আকাশে তারার ছবি তুলতে পারবেন।এছাড়া এতে আরেকটি অসাধারণ ফিচার আছে যেটি দিয়ে আপনারা একসাথে ৯০ টি ছবি তুলতে পারবেন এবং ৯০ টি ছবির মধ্যে বেস্ট ছবিটি মোবাইলই আপনাকে সাজেস্ট করে দেবে।
পিক্সেল ফোনের সুবিধা কি?
গুগল পিক্সেল ফোনে অসাধারণ সব সফটওয়্যার রয়েছে যেগুলি এই ফোনকে অন্যতম একটি শক্তিশালী মোবাইল রূপে জায়গা করে দিয়েছে। গুগলের নিজস্ব সফটওয়্যার সহযোগে তৈরি হওয়া এই ফোনে অসাধারণ সব ফিচার রয়েছে যা এই ফোনটিকে অত্যাধিক জনপ্রিয় করে তুলেছে।
কলিং ফিচার কেমন এর?
এই মোবাইলে আপনার অবর্তমানে গুগল অ্যাসিস্ট্যান্ট ফোন রিসিভ করে কে ফোন করেছেন এবং কেন ফোন করেছেন সেই বিষয়টি সম্পর্কে জানতে পারে।
অনেক সময় কাস্টমার কেয়ারে কল করলে কল হোল্ডে রেখে দেওয়া হয়। এই মোবাইলে গুগল এসিস্টেন্ট আপনাকে জানিয়ে দেবে কখন আপনাকে কলটি ধরতে হবে এবং এই অপেক্ষা সংক্রান্ত অসুবিধার হাত থেকে আপনাকে মুক্তি দেবে।
ছবি এডিটিং এর সুবিধা কি এতে?
এই ফোনের সাহায্যে আপনি ব্যাকগ্রাউন্ড এবং ফেস ব্লার করে এবং আনব্লার করে ছবি তুলতে পারবেন। কোন ঘোলা ছবিকে ঠিক করে দিতে পারে এই মোবাইল। এছাড়া ছবি থেকে কোন অপ্রয়োজনীয় বিষয়বস্তু সরিয়ে ফেলতে পারবেন ম্যাজিক ইরেজার নামে আরেকটি ফিচারের সাহায্যে।
লঞ্চার ফিচার
google তাদের নিজস্ব লঞ্চার দিয়েছে এই মোবাইলে। যার ফলে আপনারা গুগলে দ্রুত সার্চ করতে পারবেন, আপনার পছন্দমত গুগল ফিড পাবেন ,বিভিন্ন অ্যাপের সাজেশন পাবেন। এছাড়া ফোনের পিছনে টোকা দিয়ে বিভিন্ন রকম কাজ করে ফেলার অসাধারণ একটি ফিচার রয়েছে এই মোবাইলে
গুগলের যেকোনো রকম নতুন সফটওয়্যার বা পরিষেবা এলে এই মোবাইলে সবার আগে দেওয়া হয়। এজন্য যারা এই মোবাইল ব্যবহার করেন তারা অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তুলনায় বিভিন্ন ফিচার গুলি আগে ব্যবহার করার সুযোগ পান।