ChatGPT এর সাহায্যে চালিয়ে নিতে পারবেন সংসার, রইলো উপার্জনের ৪টি টিপস।

বর্তমানে সারা বিশ্বে নিয়ে তুমুল হৈচৈ চলছে CHATGPT নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বট হিসাবে CHATGPT এর জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। বহু মানুষ তাদের ব্যক্তিগত বহু কাজে এই চ্যাট বট ইউজ করছেন এবং অনেক উপকৃত হচ্ছেন।

তবে আপনি জেনে অবাক হবেন যে CHATGPT এর সাহায্যে আপনি ইনকাম করতে পারবেন। লাখপতি হয়তো হতে পারবেন না, তবে আপনার সংসার চালিয়ে দিতে পারে CHATGPT। ঠিকভাবে ব্যবহার করলে আপনি এর সাহায্যে উপার্জন করতে পারবেন। তবে মনে রাখতে হবে CHATGPT কখনোই আপনাকে সরাসরি টাকা দেবে না, বরং আপনাকে CHATGPT এর সাহায্য নিয়ে টাকা ইনকাম করার রাস্তা মসৃণ করতে হবে।

CHATGPT এর দুটি ভার্সন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। একটি সম্পূর্ণ ফ্রি এবং অন্যটিতে টাকা দিয়ে ব্যবহার করতে হবে। ফ্রি ভার্সনের থেকে টাকা দেওয়া ভার্সনটিতে বেশ কিছু ফিচার বেশি রয়েছে। তবে আপনি চাইলে ফ্রি ভার্সনটিও ব্যবহার করতে পারবেন সেখানেও কম ফিচার উপলব্ধ নেই।

চলুন জেনে নেওয়া যাক CHATGPT এর সাহায্যে উপার্জন করার চারটি দুর্দান্ত আইডিয়া।

১. প্রজেক্ট ওয়ার্ক করা:

অনেক সময় স্কুল বা কলেজের ছাত্র ছাত্রীদেরকে অনেক রকম প্রজেক্ট করতে দেওয়া হয় এবং তারা সেই সমস্ত প্রজেক্টগুলি কোন প্রফেশনাল এর মাধ্যমে করে থাকেন। বহু দোকান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রজেক্ট এর কাজ করে উপার্জন করে থাকেন। আপনি যদি এই কাজটি চ্যাট জিপিটিকে দিয়ে করান, তবে আপনার নিজেকে খুব একটা খাটতে হবে না এবং একদম অল্প সময়ের মধ্যে বহু সংখ্যক ছাত্রছাত্রীর প্রজেক্ট আপনি সম্পূর্ন করে দিতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে অনেক টাকা উপার্জন করার সুযোগ পেয়ে যাবেন।

২.কোড লিখে ইনকাম:

কোন মোবাইলের অ্যাপ তৈরি করতে গেলে বা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে কোডিং করতে হয় । বড় বড় ওয়েবসাইটের মালিকরা তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের কোডিং এর জন্য বাইরে থেকে লোক হায়ার করে থাকেন। তবে CHATGPT খুব সহজেই মুহূর্তের মধ্যে জটিল কোডিং লিখে নিতে পারে। এইভাবে খুব সহজেই কোডিং লিখে আপনি উপার্জন করতে পারবেন।

৩.কন্টেন্ট রাইটিং:

CHATGPT কে দিয়ে আপনি যে কোন রকম যে কোন বিষয়ের কনটেন্ট লিখতে পারবেন আপনার যদি কোন ওয়েবসাইট বা ব্লগ থাকে সেখানে আপনি চ্যাট জিপিটিকে দিয়ে লেখা লিখে নিতে পারবেন। ওয়েবসাইট বা ব্লগগুলি ফেলে রাখলে সেখান থেকে উপার্জনের কোনো রাস্তা নেই। যদি প্রতিনিয়ত কন্টেন্ট পোস্ট করতে পারেন তবে উপার্জনের বহু রাস্তা খোলা রয়েছে এবং কনটেন্ট লেখার কাজটির জন্য আপনাকে বাইরে থেকে মানুষ হায়ার না করে CHATGPTর সাহায্যে সম্পূর্ণ লেখাটি লিখিয়ে নিজে কিছুটা মডিফাই করে পোস্ট করতে পারেন।

৪. অন্য চ্যাটবট বা ইভেন্ট ম্যানেজমেন্ট তৈরি:

CHATGPT এর সাহায্যে আপনি অন্য কোন চ্যাটবট তৈরি করতে পারবেন। এছাড়া যদি আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট এর কোন কাজ করেন সেখানেও আপনি চ্যাট জিপিটিকে দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট এর লিস্ট তৈরি করে নিতে পারবেন। কর্মক্ষেত্রের চ্যাট জিপিটির সাহায্যে আপনি অনেক কাজকে মসৃণ এবং দ্রুত করে ফেলতে পারবেন। অন্য কোন চ্যাট বার তৈরি করলে সেটি অন্য কোন কোম্পানি বা বিজনেস হোল্ডারদের কাছে বিক্রি করেও উপার্জন করার রাস্তা রয়েছে আপনার কাছে।

Scroll to Top