Xiaomi Mini PC: আধলা ইটের মতো দেখতে কম্পিউটার আনল Xiaomi, সস্তায় পাবেন প্রচুর ফিচার।

গত রবিবার Xiaomi কোম্পানির মিনি পার্সোনাল কম্পিউটার লঞ্চ করা হয়েছে। কোম্পানির এই কম্পিউটারে রয়েছে ১২ জেনারেশন কোর আই ৫ সিপিইউ। এছাড়া আরো রয়েছে 12 কোর ও 16 থ্রেডের হেটারোজেনাস ডিজাইন।
৪.৪ গিগাহার্জ ক্লক স্পিডে চলবে এই কম্পিউটারের প্রসেসর। রয়েছে ১৬ জিবি Ram এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম।

Xiaomi Mini PC: মূল্য

আপাতত চীন দেশে লঞ্চ হয়েছে এই মিনি কম্পিউটার। প্রতিবেশী দেশে এই মিনি কম্পিউটারটির দাম ধার্য করা হয়েছে 3999 ইউয়ান। ভারতীয় মুদ্রায় এই দাম প্রায় ৪৭ হাজার ৪০০ টাকা। ৫১২gb স্টোরেজ সহ এই কম্পিউটারের আরও একটি ভার্সন লঞ্চ করেছে শাওমি। সেই ভার্সনটির দাম প্রতিবেশী দেশ চীনে ২৯৯৯ ইউয়ান এবং ভারতে দাম পড়বে প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা।

ইতিমধ্যে চীনে ৩৬৯৯ ইয়উয়ান মূল্যে এই কম্পিউটারের বিক্রি ব্যাপকভাবে শুরু হয়ে গিয়েছে অন্যদিকে স্টোর বিক্রিও গত ১৪ই ডিসেম্বর থেকে শুরু করা হয়েছে। কম্পিউটারটির রং হবে কালো রংয়ের।

Xiaomi Mini PC: ফিচার্স

এই কম্পিউটারে রয়েছে Intel 12th Gen Core i5 প্রসেসর। প্রসেসর সর্বোচ্চ ক্লক স্পিড 4,4 GHz এ চলবে। Inter Iris XE গ্রাফিক্স (80 UEs) রয়েছেনই কম্পিউটারে। এক্সটারনাল গ্রাফিক্স কার্ডও কানেক্ট করা যাবে। এক্সটারনাল হার্ডড্রাইভ connect করার জন্যে রয়েছে বিশেষ পোর্ট।

শাওমি কোম্পানির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে এই মিনি কম্পিউটারে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম থাকছে। যদিও গ্রাহকরা চাইলে Ubuntu, OpenWRT, UNRAID অথবা EXSI অপারেটিং সিস্টেমেও এই কম্পিউটারটি অর্ডার করতে পারবেন।

এই ল্যাপটপের আপাতত দুটি ভ্যারিয়েন্ট বাজারের প্রকাশ করা হচ্ছে। দুটোতেই ১৬ জিবি ইন্টার্নাল র‍্যাম থাকবে। একটিতে ৫১২gb মেমোরি দিয়েছে শাওমি। এই ভেরিয়েন্ট এ ram ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

কম্পিউটারের প্রসেসর যাতে ঠান্ডা থাকে সেই জন্য শাওমি কোম্পানির এই মিনি কম্পিউটারে ৪৬০০ আরপিএম ফ্যান রয়েছে। ডুয়াল পাইপ hit sink রয়েছে যাতে কম্পিউটারটি ঠান্ডা থাকে।

অ্যালুমিনিয়ামের তৈরি একটি কেস এর মধ্যে করে এই কম্পিউটার বিক্রি করা হবে।

Scroll to Top