ছিলো ফোন, হয়ে গেলো ট্যাবলেট ; Xiaomi Mix Fold 3 মোবাইলের ফিচার প্রকাশ্যে।

এই বছরের দ্বিতীয়ার্ধেই আসতে পারে শাওমি(Xiaomi) ফোনের একটি নতুন সিরিজ। বর্তমানে ফোল্ডিং মোবাইল গুলি বাজারে বেশ সাড়া ফেলেছে এবং গ্রাহকরা নিজেদের স্টাইলিশ দেখানোর জন্য এই মোবাইল গুলি কিনছেন। তার সাথে বাজারে বেড়েছে ট্যাব বিক্রির চাহিদা।

এই দুটো দিকে মন দিয়ে শাওমি তৈরি করেছে নতুন একটি মোবাইল, যেটিকে ভাঁজ করার মাধ্যমে আপনি ট্যাবে রূপান্তরিত করতে পারবেন। এ যেন অনেকটা ছিল বিড়াল, হয়ে গেল রুমালের মত ঘটনা। ধারণা করা যাচ্ছে যে এই ডিভাইসটি Xiaomi Mix Fold 3 নামে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।।

গতবছর 2022 সালের আগস্ট মাসে শাওমি কোম্পানির পক্ষ থেকে নতুন একটি ফোন লঞ্চ করা হয়েছিল, যেটির নাম ছিল মিক্স ফোল্ড ২। এটিও ছিল একটি Foldable মোবাইল। ফোল্ড টু আর কিছু মাসের মধ্যেই লঞ্চ করা হবে তবে লঞ্চ করার বহু আগেই এই ফোনটি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে।

শাওমি ফোনের একজন টিপস্ স্টার এই দাবি করেছেন এবং তার দাবি অনুযায়ী আসন্ন ফোল্ড ৩ মোবাইলে ইউএসবি ৩.২ পোর্ট ব্যবহার করা হবে।

এতে থাকবে ১৬ জিবি এলপিডিডিআর ৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ। এবছর আগস্ট মাসের দিকে এই ফোনটি লঞ্চ করা হতে পারে এবং যত দিন যাবে, এই ফোনটির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে।

Xiaomi Mix Fold 2 এখন বাজারে উপলব্ধ আছে। এর আছে ১,৯১৪ x ২,১৬০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এর আরো রয়েছে ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল AMOLED ডিসপ্লে। এটি ১,০৮০ x ২,৫২০ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করে। এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১। এর সাথে ১২ জিবি র‍্যাম এবং ১ Tb পর্যন্ত স্টোরেজ যুক্ত করা যাবে।

Scroll to Top