তিনি গান ধরলে, নেচে ওঠে সকল শ্রোতার হৃদয়। ২০১৩ সালে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির গান, ‘বদতামিজ দিল’ (Badtameez Dil) আট থেকে আশি সকলের পছন্দের তালিকার প্রথম স্থান অধিকার করে নেয়। বেনি দয়াল (Benny Dayal), বলিউডের সঙ্গীত জগতের এক অন্যতম স্তম্ভ। সম্প্রতি তাঁর জীবনেই ঘটে গেল এক অনভিপ্রেত দুর্ঘটনা।
বেনি দয়াল মূলত তামিল ছবিতেই বেশি গান গেয়ে থাকেন। ২০০২ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘বাবা’। সেই ছবি দিয়েই রুপোলি পর্দার গানের জগতে প্রবেশ ঘটে বেনি দয়ালের। বলিউডে সুযোগ পেতেও দেরি হয়নি তাঁর। দিব্যি নিজের একটি শক্তিশালী জমি বানিয়ে নিয়েছিলেন সঙ্গীত শিল্পী। কিন্তু গত শুক্রবার এক আকস্মিক দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। চেন্নাইয়ে একটি কনসার্টে সঙ্গীত পরিবেশনা করছিলেন বেনি। এ.আর.রহমানের সুরে ‘উর্বশী’ গানে তাঁর সঙ্গে মেতে উঠেছিলেন উপস্থিত শ্রোতা। ঠিক এমন সময়ে একটি উড়ন্ত ড্রোনের সঙ্গে সংঘর্ষ হয় গায়কের। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন শিল্পী।
এখনকার যেকোনও অনুষ্ঠানেই, সমগ্র মুহূর্তকে বন্দি করে রাখার জন্য ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। সে বড় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে, মেলা, ফাংশন, পুজোর মত যেকোনও রকম আনন্দ আয়োজনেই থাকে ড্রোন। চেন্নাইয়ে বেনি দয়ালের কনসার্টেও তাই স্বাভাবিকভাবে ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। সুন্দর মুহূর্তকে বন্দী করতে গিয়েই, চরম দুর্ঘটনা ঘটিয়ে ফেলে এই যন্ত্রটি।
সমাজিক মাধ্যমে এই আকস্মিক দুর্ঘটনাটির কথা অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়ক। চেন্নাইয়ের মানুষজনের থেকে পাওয়া ভালোবাসায় তিনি কৃতজ্ঞতার সঙ্গে জানিয়েছেন, তাঁর আহত হওয়ার কথা। ড্রোনের ব্লেডে তাঁর মাথায় আঘাত এসছে, গুরুতর ভাবে জখম হয়েছে তাঁর হাতের আঙ্গুল। শিল্পীদের তিনি সচেতন হওয়ার বার্তা দিয়েছেন। ভিডিওয় বলেছেন, প্রত্যেক শিল্পীর উচিত অনুষ্ঠানের আগে আয়োজকের সঙ্গে অনুষ্ঠান সম্পর্কিত খুঁটিনাটির বিষয়ে আলোচনা করে নেওয়া। বিশেষ করে ড্রোনের বিষয়ে সকলে যেন ওয়াকিবহাল থাকেন। সুপ্রশিক্ষণ-প্রাপ্ত ব্যক্তিই যেন ড্রোন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন, এই বিষয়েও শিল্পীরা যেন অনুষ্ঠানের আগে যাচাই করে নেন। কারণ তাঁরা কেউ নায়কদের মত ‘অ্যাকশন’ দৃশ্যে অভিনয় করছেন না। তাঁরা গান গেয়ে মানুষের মন জয় করতে আসছেন। তাঁদের বাহ্যিক সৌন্দর্য নিয়ে তাই বিশেষ কোনও মাথা ব্যথাও নেই। সুন্দর ছবি তুলতে গিয়ে যদি শেষে জখম হতে হয় শিল্পীকে, তা আয়োজকদের পক্ষে খুবই লজ্জাজনক।