হোয়াটসঅ্যাপে আসতে চলেছে শর্ট ভিডিও ফিচার, ব্যবহার করতে পারবেন আপনিও।

বর্তমানে অন্যতম একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার। বিশ্বজুড়ে কয়েক কোটি মানুষ বর্তমানে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন । ভারতেও কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ব্যবহার করে থাকেন। ছবি পাঠানো, ভিডিও পাঠানো, কলিং, ভিডিও কলিং থেকে শুরু করে আরও একাধিক সুবিধা পাওয়া যায় হোয়াটসঅ্যাপে।

কিছুদিন পর পরই whatsapp আপডেট করা হয় এবং প্রত্যেকটি আপডেটের পরেই বিভিন্ন রকম নতুন ফিচার দেওয়া হয় গ্রাহকদেরকে যেগুলি গ্রাহকদের কাজে লাগে। কিছুদিনের মধ্যেই whatsapp চালু করতে চলেছে নতুন একটি ফিচার যেটির জন্য গ্রাহকরা উপকৃত হবেন অধিকাংশই।

whatsapp আনতে চলেছে একটি নতুন ভিডিও ম্যাসেজিং ফিচার যেটি অনেকটা টেলিগ্রামের ভিডিও মেসেজ ফিচার এর মত কাজ করবে। পরীক্ষামূলকভাবে এই ফিচারটি কিছু whatsapp গ্রাহক কে দেওয়া হয়েছে।

এখনো পর্যন্ত সমস্ত whatsapp ব্যবহারকারীদের কাছে এই ফিচারটি পৌঁছায়নি। এমনকি বিটা ভার্সন আছে যাদের, তারাও ব্যবহার করতে পারছেন না এই ফিচারটি। হোয়াটসঅ্যাপ এখনো এই ফিচারটি নিয়ে কাজ করে চলেছে।

এবার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও ম্যাসেজ পাঠানো অডিও মেসেজ পাঠানোর মতই সহজ হবে। আপনারা ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করে কাউকে পাঠাতে পারবেন সেটি চ্যাটে দেখাবে এবং অটোমেটিক প্লে হবে। এই ভিডিওটি সেভ করা যাবে না, ফরওয়ার্ড করা যাবে না তবে স্ক্রিনশট নেওয়া যাবে।

পরীক্ষামূলকভাবে এই ফিচারটি নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে। whatsapp যদি এই ফিচারটি সম্পূর্ণরূপে তৈরি করে ফেলতে পারে, তাহলে কিছুদিনের মধ্যেই সমস্ত whatsapp গ্রাহকদের কাছে এই ফিচারটি পৌঁছে দেওয়া হবে এবং প্রত্যেকেই ফিচারটি ব্যবহার করতে পারবেন।

আরো বেশ কয়েকটি নতুন সিস্টেম আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যেখানে আপনারা কোন মেসেজ পাঠিয়ে সেটি এডিট করতে পারবেন, ডিলিট করা মেসেজ পুনরুদ্ধার করতে পারবেন এবং অডিও মেসেজ স্টোরি হিসেবে দিতে পারবেন।

Scroll to Top