‘হেরাফেরি’ এবং ‘ফির হেরা ফেরি’র এক আনন্দমুখর সফরের পর প্রযোজক আনন্দ পণ্ডিত এবং ফিরোজ নাদিয়াদওলা ঠিক করেন, খুব শীঘ্রই নিয়ে আসবেন এই ছবির তৃতীয় ভাগ। নতুন পরিচালক খোঁজার সঙ্গে আরও একটি গুরুতর সমস্যার সম্মুখীন হন তাঁরা। বাধ সাধেন স্বয়ং ‘অক্কি’ অর্থাৎ অক্ষয় কুমার। এই ছবিতে তিনি ‘রাজু’ চরিত্রটিতে অভিনয় করে, জনপ্রিয় ওঠেন। সেই অক্ষয়ই এখন তাঁর পারিশ্রমিকের বিরাট অঙ্কের দর হাঁকিয়েছেন। নব্বই কোটি টাকার বিনিময়েই তিনি করতে চান এই ছবি। এইদিকে তাঁর নাকি পছন্দ হয়নি ছবির চিত্রনাট্যও। খোদ ‘রাজু’র এহেন ব্যবহারের ক্রুদ্ধ হয়েছেন প্রযোজক সংস্থা।

ফিরোজ এবং আনন্দ ‘হেরাফেরি’ থেকে অক্ষয়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি ফিরোজের প্রযোজনায় পরবর্তী দুটি ছবিতেও যেখানে অক্ষয়ের থাকার কথা ছিল, তা হয়েছে তাঁর হাতছাড়া। অক্ষয়ের পরিবর্তে ‘রাজু’র জন্য তাঁদের পছন্দ হিসেবে উঠে এসছি কার্তিক আরিয়ানের নাম। তিনি এই ছবির জন্য তিরিশ কোটি টাকার পারিশ্রমিক ধার্য করেছেন। কার্তিক, অক্ষয় অভিনীত ‘ভুলভুলাইয়া’ ছবির সিক্যুয়েলে অভিনয় করে সাফল্য অর্জন করেছেন। তাই ‘হেরাফেরি’র প্রযোজকমন্ডলী মনে করেন, অক্ষয় ছাড়াও তাঁর চরিত্রের সাফল্য অন্য অভিনেতার হাত ধরে আসতে পারে।

কার্তিক ছাড়াও প্রযোজকদের পছন্দের তালিকায় ছিলেন বরুণ ধাওয়ান। কিন্তু ‘রাজু’র মত আইকনিক চরিত্রে, অক্ষয়ের জায়গা তিনি নেওয়ার ‘দুঃসাহস’ করেননি। এক্ষেত্রে অক্ষয়ের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা দৃষ্ট হয়েছে।
