বিনামূল্যে কিনতে পারেন যেকোনো পড়ার বই, গীতা এবং আরো অনেক কিছু; জেনে নিন তিনটি সাইট।

বর্তমানে অফলাইন কেনাকাটির থেকে অনলাইন কেনাকাটিতে (Online shoping) মানুষ বেশি মগ্ন। বিভিন্ন সাইট থেকে মানুষ এখন প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে থাকে। প্রায় প্রতিটা সাইটেই জিনিসের দাম মোটামুটি কম বেশি থাকলেও, ন্যূনতম হলেও একটা ডেলিভারি চার্জ (Delivery charge) দিয়ে প্রোডাক্ট কিনতে হয়। যে সমস্ত প্রোডাক্টে ডেলিভারি চার্জ থাকে না সেগুলিতেও মূলদামের মধ্যে ডেলিভারি চার্জটিকে ঢুকিয়ে রাখা হয়, যেটি গ্রাহক সহজে বুঝতে পারেন না।

সারা বিশ্বজুড়ে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে মানুষ কেনাকাটা করে। কিন্তু আপনি কি জানেন যে এমন বিশেষ কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সম্পূর্ণ বিনামূল্যে (Free product) অনেক কিছু কিনতে পারবেন?

আমাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart) থেকেও আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনেক দামী দামী জিনিস কিনতে পারবেন। – সে সম্পর্কে পরের কোন প্রতিবেদনে বিশেষভাবে লিখব।

আজ জানাবো এমন তিনটি ওয়েবসাইটের(Website) কথা যেখান থেকে আপনারা বিনামূল্যে কোন পড়ার বই – চাকরি, ইঞ্জিনিয়ারিং(Free engineering book), মেডিকেল(Free Medical book) ইত্যাদি সম্পর্কিত বই, গীতা এবং বিনামূল্যে রুদ্রাক্ষের একটি সেট অর্ডার দিতে পারবেন।

১. যেকোনো পড়ার বই:
মোটামুটি ভাবে দুস্থ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই ওয়েবসাইটটি বানানো হয়েছে। এখানে ৯০% এরও বেশি ছাড়ে বই কিনতে পারবেন। এছাড়াও এমন অনেক বই আছে যেগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়।

ওয়েবসাইট টি হলো:

http://www.mypustak.com

তবে এখানে কোন বই কেনার পর ন্যূনতম একটা ডেলিভারি চার্জ দিতে হবে। ধরুন আপনি সাধারন একজন ছাত্র। এই ওয়েবসাইটে ঢুকে যদি আপনি দেখেন ২০০০ টাকার একটি ইঞ্জিনিয়ারিং এর বই এরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে, আপনার ইচ্ছা হতেই পারে একটি কিনে নিজের সংগ্রহে রাখার। সে ক্ষেত্রে আপনার হয়তো প্রয়োজন ছাড়াই বাড়িতে পড়ে থাকবে বইটি এবং সত্যিই দরকার ছিল এমন একজন বইটি পাওয়া থেকে বঞ্চিত হবে। এজন্য এই ওয়েবসাইটে সামান্য কিছু ডেলিভারি চার্জ রাখা হয়েছে। এখন থেকে অনেক দামি দামি বই সংগ্রহ করা যায়।

২. বিনামূল্যে গীতা বিতরণ:

সারা বিশ্বের বিভিন্ন সংস্থা বিনামূল্যে গীতা বিতরণ করে থাকে। ভারতে এমন অনেক ওয়েবসাইটের মধ্যে অন্যতম একটি ওয়েবসাইট হলো:

Order Free Book

এখান থেকে আপনি ২৯ টি ভাষায় গীতা সংগ্রহ করতে পারবেন। তবে একটি পরিবারের জন্য বিনামূল্যে একটি বই বরাদ্দ। এই বইগুলি আপনি কোনভাবেই অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না বা ব্যবসায়িক উদ্দেশ্যে কিনতে পারবেন না।

৩. রুদ্রাক্ষ সেট:
অনেক ধার্মিক মানুষ আছেন যারা ধর্মীয় কারণে অনেক ক্ষেত্রে রুদ্রাক্ষের উপর নির্ভর করেন। এই ওয়েবসাইটটি থেকে আপনি বিনামূল্যে একটি রুদ্রাক্ষ সেট পেতে পারেন।

https://mahashivarathri.org/en/rudraksha-diksha

ওয়েবসাইটটিতে ঢুকে লগইন(Login) করার পরে আপনার ঠিকানা দিয়ে কেবলমাত্র একটি সেট অর্ডার করতে পারবেন। আগামী বছর মহা শিবরাত্রির(Maha Shivaratri) পরে আপনি পার্সেল হাতে পাবেন। কোনরকম ডেলিভারি চার্জ লাগবে না। তবে আপনি অর্ডার করার পরে ইচ্ছা হলে এই ওয়েবসাইটে কিছু ডোনেট(Donate) করতে পারেন, আবার নাও পারেন।

Scroll to Top