YouTube ভিডিওতে লাইক করলেই টাকা পাওয়া যাবে এমন প্রতিশ্রুতি দিয়ে কোনো মেসেজ পেয়েছেন? এমনটা কি সত্যিই সম্ভব? জানুন সত্যিটা!

বর্তমান সময়ে সকল মানুষের টাকার দরকার। তবে সবাই তো আর চাকরি করতে পারেন না বিশেষ করে চাকরির বাজার এই সময়ে মন্দা! আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বিভিন্ন স্ক্যামাররা (Scammer)! বিভিন্ন সময়ে ভিন্নরকম নতুন নতুন পন্থা অবলম্বন করে তারা আর সাধারণ মানুষের ক্ষতি করে। বর্তমান সময়ে তারা কাজে লাগাচ্ছে Whatsapp, Facebook ও Instagram এর মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটকে (Social Networking Site)। কিভাবে? দেখে নিন।


সকাল সকাল উঠে দেখলেন আপনার Whatsapp এ একটি ছোট মেসেজ। তাতে লেখা চাকরির সুযোগ নিয়ে। কি চাকরি? ‘Like at Fifty Rupees’! ব্যাপারটা খুলে বলি। মেসেজে বলা হচ্ছে, ইউটিউবের (Youtube) কোনো ভিডিও লাইক করলেই নাকি ৫০ টাকা করে পাওয়া যাবে। যত বেশি ভিডিও লাইক করবেন, তত বেশি টাকা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই প্রলোভনে পা দেন আর এটাই চায় এই স্ক্যামাররা!


শুনতে খুব সহজ এই পদ্ধতিতে শুধু একটি লাইক করলেই যদি পাওয়া যায় ৫০ টাকা তাহলে তো সেই পদ্ধতিতে পা দেবেই সাধারণ সরল মানুষ। মানুষজনকে বলা হচ্ছে যে এর মাধ্যমে প্রতিদিন এই পদ্ধতির মাধ্যমে আপনি একদিনের মধ্যে ৫০০০ টাকা অবধি আয় করতে পারেন। এই জালিয়াতির জন্য সোশ্যাল মিডিয়া সাইটকেই বেছে নিচ্ছে স্ক্যামাররা। আপনাকে বলা হবে যে এই পদ্ধতির কয়েকটি স্লট রয়েছে এবং আপনি এই কাজটি করতে চাইলে আপনাকে স্লটটি রিজার্ভ করতে হবে। এরপর তারা তাদের জন্য আপনার কাছে তাদের বক্তব্য পেশ করে ও আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাকে প্রথমে কিছু টাকাও পাঠাবে এবং ধীরে ধীরে আপনার বিশ্বাস অর্জন করবে। যখন বুঝবে যে আপনি তাদের ভালোমতো বিশ্বাস করে ফেলেছেন তখন শুরু হবে তাদের আসল খেলা! অর্থপ্রদানের সময়ে এবার তারা বিভিন্ন ধরনের বাহানা দেবে আপনাকে এবং সহজে অর্থপ্রদানের জন্য একটি অ্যাপ ডাউনলোড (App Download) করাবে আপনাকে দিয়ে।
এরপরে যখন আপনি তাদের কথামতো অ্যাপটি ডাউনলোড করবেন তখন আপনার ব্যাঙ্কের আর্থিক বিবরণ, পাশওয়ার্ড এবং আপনার ফোনে প্রেরিত একটি ওটিপি নম্বর চেয়ে নেবে আর তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেবে! তাই প্রথমেই এরকম মেসেজ এলে সতর্ক হয়ে যান, উত্তর দেবেন না। যদি উত্তর দিয়ে ফেলেন তাহলে কাজের বিবরণী ভালো করে জেনে নিন! এমন কোনো কাজ আদৌ সম্ভব কি না তা অনুসন্ধান করুন। সামান্য একটুও সন্দেহ জাগলে উপেক্ষা করে নম্বরটি ব্লক করুন। সাবধান হোন, সতর্ক থাকুন এবং সবার সাথে এই আর্টিকলটি (Article) ভাগ করে তাঁদেরকেও সতর্ক করুন।

Scroll to Top