অনলাইনে টাকা পাঠানো হোক বা রিচার্জ, ভারতের অধিকাংশ মানুষই বর্তমানে Paytm, Google Pay, Amazon pay ইত্যাদির ওপর বেশি নির্ভরশীল। এই অ্যাপগুলোর মাধ্যমে টাকা পাঠালে বা রিচার্জ করলে পাওয়া যায় ক্যাশব্যাক। প্রতিবছর এক একটি অ্যাপ থেকে নূন্যতম ২০০০ টাকার বেশি cashback পাওয়া যায়।
তবে এসব অ্যাপের বাইরেই Bajaj Finserv অ্যাপ এও রয়েছে ক্যাশব্যাক এর সুবিধা।
সম্প্রতি ২৩ শে জানুয়ারি ১১১১ টাকা ট্রান্সফার করলেই পাওয়া যাচ্ছিল ১১১ টাকা ক্যাশব্যাক। অনেকেই পেয়েছেন এই অফার।
১ ফেব্রুয়ারি ২০২৩ এ মাত্র ১ টাকা পাঠালেই মিলছে ১১ টাকার ক্যাশব্যাক।
এছাড়াও প্রায় মাঝেমাঝেই এই অ্যাপে অনেক অফার দেওয়া হয়। টাকা পাঠানো, বিল payment, কেনাকাটি করার জন্য দেওয়া হয় ক্যাশব্যাক।
Bajaj এর এই অ্যাপ থেকে লোন নেবার সুবিধা পাওয়া যায়। লোন এর ফর্ম ফিলাপ করলে অ্যাপ থেকে সরাসরি লোন দেওয়া হয়, এছাড়াও কার্ড বেনিফিট ও পাবেন আপনি।
দামি অনেক জিনিস সহজ EMI এর মাধ্যমে কিনতে পারবেন আপনি। মোবাইল, টিভি, স্কুটার, বাইক, ইলেকট্রিক যন্ত্রপাতি ইত্যাদি অনেক জিনিস EMI এর মাধ্যমে কেনার সুবিধা রয়েছে এই অ্যাপ এ।
এই অ্যাপ ব্যবহার করা অনেকটা আমাজন, পেটিএম, এবং GOOGLE পে ব্যবহার করার মতই সুবিধা জনক। এবং যেভাবে অন্যান্য গুলিতে ব্যাংক একাউন্ট এড করা হয় সেভাবে এখানেও ব্যাংক একাউন্ট এড করা যাবে। স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যাবে এবং সেখানে স্ক্র্যাচ করলে টাকা ক্যাশব্যাক অ্যামাউন্ট এ জমা হবে।
জমে থাকা ক্যাশব্যাক এর টাকা কোনো মোবাইল রিচার্জ করার সময় বা কোন বিল পেমেন্ট করার সময় সম্পূর্ণটুকু ব্যবহার করা যাবে।