পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রে নিয়ে এলো বিরাট বদল। শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সেক্রেটারি তাপস মুখোপাধ্যায় জানিয়েছেন এই বছর থেকে একটি মাত্র প্রশ্নপত্র দেওয়া হবে সেখানেই Part-A এবং Part -B প্রশ্নপত্র গুলি একত্রে থাকবে। ২০২২ সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের Part-A এবং Part -B দুটি প্রশ্নপত্র পৃথকভাবে দেওয়া হতো। Part-B প্রশ্নপত্র সাধারণত MCQ( Multiple Choice Question ) এবং SA (Short Answer) টাইপ প্রশ্ন দেওয়া হয় এবং উত্তর লেখার জন্য প্রয়োজনীয় জায়গা দেওয়া থাকতো। আর Part-A প্রশ্নপত্র তে সাধারণত Descriptive টাইপ প্রশ্ন দেওয়া হতো। Part-A এর প্রশ্নগুলির উত্তর লেখার জন্য পরীক্ষার্থীদের সংসদের উত্তরপত্র দেওয়া হতো । পরীক্ষা শেষে Part -A র উত্তরপত্রের সাথে Part -B এর প্রশ্নপত্র টি একসাথে জুড়ে দিয়ে জমা দিতে হতো।
২০২৩ সালে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আর দুটি পৃথক প্রশ্নপত্র দেওয়া হবে না। একাদশ শ্রেণির মতই তাদেরকে বিষয়ের একটিমাত্র প্রশ্নপত্র দেয়া হবে তার মধ্যেই Part-A এবং Part-B এর প্রশ্নগুলি উল্লেখিত থাকবে। তাদের সমস্ত প্রশ্নগুলির উত্তর সংসদ প্রদত্ত উত্তরপত্রে করতে হবে। অর্থাৎ এবার থেকে প্রশ্নপত্রে কোন উত্তর লেখা চলবে না।
এই নতুন নিয়মের ফলে অসংখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, invigilators এবং পরীক্ষকরা উপকৃত হবেন।