চলতি মাসেই শুরু হতে চলেছে 5G উচ্চ গতিসম্পূর্ন ইন্টারনেট (Internet) পরিষেবা। এই মাসেই 5G পরিষেবা চালু করে দেবে জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। কয়েকদিন হলো নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে। এই নিলামে দেখা গিয়েছে সর্বাধিক 5G স্পেকট্রাম জিও – র ব্যাগে রয়েছে।
দেশে 5G নেটওয়ার্ক পরিষেবা(5G Network Service) শুরু হলে 4G থেকেও দ্রুত গতিতে নেট ব্যাবহার করতে পারবেন মানুষ। তবে 4G তুলনায় 5G এর রিচার্জ প্ল্যান কেমন হবে তা নিয়ে মানুষের মনে জেগেছে নানা প্রশ্ন। ইতিমধ্যে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি 5G এর প্ল্যান নিয়ে বিভিন্ন ইঙ্গিত পূর্ণবার্তা দিয়েছেন। কোন কোম্পানি সবচেয়ে সস্তা ও সাশ্রয়ী মূল্যে গ্রাহককে পরিষেবা প্রদান করে এটাই দেখার বিষয়। চলুন দেখে নেওয়া যাক, বিভিন্ন টেলিকম সংস্থাগুলি 5G প্ল্যান নিয়ে কি জানিয়েছে?
১) 5G রিচার্জ প্ল্যান নিয়ে রিলায়েন্স জিও কি বললেন
‘আজাদী কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mohotsav) পালন করতে আগামী ১৫ই আগস্ট দেশ জুড়ে 5G পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি(Akash Ambani)। 5G স্পেকট্রাম নিলামে এই সংস্থাই সবচেয়ে বেশি মূল্য পরিশোধ করে বিভিন্ন মেগাহার্টজ ব্র্যান্ড কিনেছে। জিওর 5G পরিষেবা ভারতের ডিজিটাল বিপ্লবকে চালিত করতে সাহায্য করবে। এদিকে জিওর 5G প্ল্যান কেমন হতে পারে তা নিয়েও ইঙ্গিত পূর্ণ বার্তা দিলেন চেয়ারম্যান আকাশ আম্বানি। তিনি জানিয়েছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের 5G পরিষেবা দেয়া হবে। এমনিতেও অন্যান্য টেলিকম সংস্থাগুলি তুলনায় জিওর ফোরজি প্ল্যান অনেক সস্তা। এমন পরিস্থিতিতে ফাইভ জি পরিষেবার জন্য জিওর থেকে সস্তা প্ল্যান আশা করাই যায়।
২) দেশে 5G চালু করা নিয়ে ইঙ্গিত পূর্ণ বার্তা দিল এয়ারটেল, রিচার্জ প্ল্যান কেমন হতে পারে?
অপরদিকে একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেলও (Airtel) আগস্ট মাসে দেশের 5G পরিষেবা চালু করতে চলেছে। ইতিমধ্যে ভারতে 5G চালু করা নিয়ে Samsung, Nokia এবং Ericsson ব্র্যান্ড গুলির সঙ্গে এই সংস্থা হাত মিলিয়েছে। কিন্তু 5G রিচার্জ প্ল্যান কেমন হবে, তা নিয়ে সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন 4G প্ল্যানের তুলনায় 5G প্ল্যানের খরচ ১৫% বৃদ্ধি পাবে।
৩) চলতি মাসেই ভোডাফোনে আইডিয়ার 5G পরিষেবা শুরু হতে পারে, 4G তুলনায় বাড়তে পারে 5G প্ল্যানের মূল্য
চলতি মাসে ভোডাফোন আইডিয়া(Vodafone Idea) দেশে 5G পরিষেবা শুরু করার ইঙ্গিত দিয়েছে। এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবিন্দর তক্কর(Rabindra Tokkar) সাফ জানিয়েছেন, 4G প্ল্যানের তুলনায় 5G প্ল্যানের দাম হবে বেশি। কেননা 5G স্পেকট্রাম কিনতে গিয়ে সংস্থাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে। তবে তিনি আরো জানিয়েছেন 5G প্ল্যানে 4G থেকেও বেশি পরিমাণ ডেটা পাওয়া যাবে।