আজ রাখী বন্ধন, পুরাণ এবং ইতিহাস-সমৃদ্ধ এই উৎসব পালন করা হবে দেশ জুড়ে

আজ হিন্দু ঘরে ঘরে ব্যস্ততা সর্বোচ্চ। ছোটদেরও আজ বিশেষ অনন্দের দিন! কারণ? কারণ আজ যে রাখী বন্ধন! আজ ভাইয়ের মঙ্গল কামনায় বোনের রক্ষাকবচ বেঁধে দেওয়ার দিন। আজকের দিনকে ঘিরে আবর্তিত হয়েছে নানাবিধ গল্প। পুরাণের হোক, কিংবা ভারতীয় ইতিহাসে! রাখীর মত পবিত্র উৎসব সমৃদ্ধ করেছে হিন্দু সংস্কৃতিকে।

পুরাণ প্রসঙ্গে –
কৃষ্ণ ও দ্রৌপদী – মহাভারত অনুযায়ী, একবার ভগবান শ্রীকৃষ্ণের হাত আঘাতপ্রাপ্ত হলে, রক্তক্ষরণ শুরু হয়। কৃষ্ণকে আঘাত পেতে দেখে তৎপর হন পাণ্ডব-জায়া দ্রৌপদী। তৎক্ষণাৎ তিনি নিজের পোশাক থেকে খানিক ছিঁড়ে তাঁর পরম সখাটির হাতে আঘাতপ্রাপ্ত স্থানে বেঁধে দেন। কৃষ্ণ দ্রৌপদীর স্নেহে মুগ্ধ হয় তাঁকে ‘বোন’ হিসেবে ঘোষণা করেন। রাখী বন্ধনের প্রতীকী হিসেবে এই গল্প বিশেষ তাৎপর্যবাহী।

কৃষ্ণ ও দ্রোপদী (Image Courtesy: Pinterest)

বলি এবং লক্ষ্মী – বলিরাজ ছিলেন শ্রী বিষ্ণুর পরম উপাসক। তাঁর সাধনায় তৃপ্ত হয় বিষ্ণু বৈকুণ্ঠ ত্যাগ করে বলির রাজ্য রক্ষা করতে আসেন। স্বামী বিচ্ছেদে শোকাতুর লক্ষ্মীও ছদ্মবেশে মর্ত্যে অবতীর্ণ হন। এক সাধারণ নারীর বেশে তিনি বলি রাজার কাছে আশ্রয় চান। বলিরাজ সানন্দে তাঁকে আশ্রয় দেনও। এক শ্রাবণী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বলির আতিথেয়তায় প্রসন্ন হয়ে তাঁর হাতে রাখী বেঁধে দেন। বলি তাঁকে এর কারণ জিজ্ঞেস করলে লক্ষ্মী তাঁর আসল পরিচয় জ্ঞাপন করেন এবং আর্জি জানান বলি যেন বিষ্ণুকে বিষ্ণুপ্রিয়ার কাছে ফিরে যেতে বলেন। বিষ্ণু চলে গেলে যে বলি ক্ষতিগ্রস্ত হবেন সেই সব কিছু জেনেও তিনি বিষ্ণুকে তাঁর প্রিয়ার কাছে ফিরে যাওয়ার মিনতি করেন।

শুভ, লাভ এবং মা সন্তোষী – রাখী পূর্ণিমার দিন সিদ্ধিদাতা গণেশকে তাঁর বোন রাখী পরালে, গণেশের দুই পুত্র শুভ ও লাভেরও ইচ্ছা জাগে, একটি বোন প্রদত্ত রাখী পরার জন্য। তাঁদেরকে সন্তোষ প্রদানের জন্য গণেশ দিব্য অগ্নি থেকে পুত্রী সন্তোষীর জন্ম দেন। তিনি তখন তাঁর দুই ভাইকে রাখী পরালে সকলেই মহানন্দে মেতে ওঠেন। গণেশ পুত্রীই হলেন মা সন্তোষী।

ভারতীয় ইতিহাসেও অনেক গল্প আছে রাখী নিয়ে
যেমন,

আলেকজান্ডার-পত্নী ও পুরু – শোনা যায়, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন তাঁর স্ত্রী রোকসানা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে অনুরোধ করেন যেন আলেকজান্ডারের কোনও ক্ষতি না হয়। পুরু সেইমত আলেকজান্ডারকে নিজে থেকে আঘাত করেননি।

রবীন্দ্রনাথ ও রাখী বন্ধন – রাখী বন্ধনের ঐতিহাসিক গুরুত্ব উত্থাপন হবে, অথচ রবীন্দ্রনাথের কথা উঠবে না, এমনটা হয় না। ১৯০৫ সালের ১৬ অক্টোবর, হিন্দু মুসলমান সম্প্রীতি অটুট রাখতে, বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে রবীন্দ্রনাথ রাখী বন্ধন উৎসব আয়োজিত করেন।

রাখী আসলে সম্প্রীতির প্রতীক। শুধু ভাইয়ের জন্য নয়, যেকোনও সম্পর্কের মঙ্গল কামনার জন্যই রাখী একটি পবিত্র বন্ধন। বিধাতার কাছে প্রার্থনা, ভালো থাকুক সকল সম্পর্ক, হিংসা হানাহানি অসহিষ্ণুতার কালো আঁধার দুর হয়ে, যেন সম্প্রীতির সূর্য উদয় হতে পারে, এটিই সকলের কাম্য।

Scroll to Top