2022 সালের শেষে সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন একটি যুগান্তকারীর ছবির চরিত্র নির্বাচনের কথা। তিনি পরিচালনা করতে চলেছেন প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের বায়োপিক। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেসেছেন বলিউড বা টলিউডের কোন অভিনেতা কে নয়, বাংলাদেশের জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরীকে। নেটিজেন্দ্রা কার্যতই সৃজিত মুখার্জির পছন্দকে স্বাগত জানিয়েছেন।চঞ্চল চৌধুরী বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা সাম্প্রতিক কালে তার অভিনীত ‘হাওয়া’ ছবিটি ভীষণ জনপ্রিয় লাভ করেছে বাংলাদেশে। আমাদের পশ্চিমবঙ্গ এই ছবিটি গত বছরের শেষের দিকে মুক্তি লাভ করেছে। এই বায়োপিকর মুখ্য চরিত্র নির্বাচনটি একটি চমক ছিল। দর্শকূল এই খবরে যারপরনাযই খুশি হয়েছেন। দর্শককূলও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে কোন অভিনেত্রী কে সৃজিত মুখোপাধ্যায় নির্বাচন করেছেন।
গীতার সঙ্গে চরিত্র তিনি নির্বাচন করেছেন টলিউডের কোন জনপ্রিয় অভিনেত্রী নয় মনামী ঘোষকে। এই ঘোষণা মনামীর ফ্যানেরা খুব উৎসাহিত এবং আনন্দিত। মনামী ঘোষ এত বড় একটি ব্রেক পেয়ে খুব আনন্দিত। জানা গেছে সৃজিত মুখোপাধ্যায়, মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের একটি সাক্ষাৎকারের ভিডিও মনামীকে দিয়েছেন চরিত্রটি বোঝার জন্য।
গত বছর ১৪ই মে এই প্রখ্যাত চিত্র পরিচালক মিনাল সেনের ৯৯ তম জন্মবার্ষিকীতে তিনি এই বায়োপিকের কথা ঘোষণা করেছিলেন। এই বায়োপিকের নাম দিয়েছেন পদাতিক। এ উপলক্ষে সৃজিত মুখার্জি পদাতিক এর যে গ্রাফিক্যাল পোস্টারটি রিলিজ করেছেন সেটিও নেটিজেন্দের মুগ্ধ করেছে। ১৯৭৩ সালের মৃণাল সেনের মুক্তিপ্রাপ্ত ছবি পদাতিক এর নাম অনুসরণ করেই মৃণাল সেনকে সম্মানিত করার উদ্দেশ্যেই এই সিরিজের নাম দেওয়া হয়েছে পদাতিক। এই পদ থেকে অভিনয় করেছিলেন ধৃতিমান চ্যাটার্জি।