পাঞ্জাবি সংস্কৃতিতেই দিব্যি জীবনের পথে এগিয়ে চলেছিলেন শেহনাজ গিল (Shehnaazz Gill)। মুম্বইয়ে পা রাখতেই যেন খুলে গেল তাঁর জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ের দ্বার। “বিগবস ১৩” (Bigboss 13) র মঞ্চে প্রতিযোগী হয়ে তিনি জয় করে নিলেন আপামর ভারতবাসীর হৃদয়। সেখানেই খুঁজে পেলেন তাঁর মনের দোসরকে। অন্যান্যদের তুলনায় বেশ ছেলেমানুষ ছিলেন সকলের প্রিয় ‘সানা’। তাই বিপদও ঘটিয়ে ফেলতেন আখছার। ঢাল হয়ে দাঁড়ান প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী, এবং পরবর্তীতে বিজয়ী সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) । তাঁদের রসায়ন হয়ে ওঠে দর্শকদের শান্তির কেন্দ্র। কিন্তু বিধাতার লিখনে ছিল অন্য গল্প! ২০২১ এ শেহনাজ-সহ সমগ্র ভারতবাসী হারান সিদ্ধার্থকে। তারপর থেকে নিজেকে আড়াল করে নেন সিদ্ধার্থ-প্রেয়সী। ধীরে ধীরে জীবনের ইতিবাচকতার ছন্দে ফিরছেন শেহনাজ। ছবিতে অভিনয়ের সঙ্গে মুম্বইয়ে একটি নতুন বাড়ি কিনে করেছেন তাঁর স্বপ্নপূরণ।
যেকোনও শিল্পীরই স্বপ্ন থাকে, মহানগরী মুম্বইয়ের বুকে তাঁর নিজের একটি থাকার স্থান হন। শেহনাজও ব্যতিক্রম ছিলেন না। “বিগবস ১৩” থেকেই এই অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের (Salman Khan) স্নেহধন্যা তিনি। সম্প্রতি সালমানের বিপরীতে অভিনয় করেছেন ‘কিসি কা ভাই, কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিতে। এই কয়েক বছরে নিজেকে বেশ গুটিয়ে রেখেছিলেন অভিনেত্রী। এমনকী সালমান খান স্বয়ং তাঁকে নতুন করে জীবন শুরু করার উপদেশ দেন। নতুন ছবির সাফল্যের পর, নিজের স্বপ্ন পূরণেও তাই ব্রতী হয়েছেন বিগবসের এই প্রতিযোগী। আরবনগরীতে নিজের পছন্দসই বাড়ি কিনেছেন শেহনাজ।
বরাবরই অনুগামীদের সঙ্গে বেশ ঘনিষ্ঠ এই তারকা। তাঁর গতিবিধি, সংবাদকর্মীদের আগেও পেয়ে থাকেন তাঁর অনুগামীরা। পছন্দের শিল্পীর এই নতুন অধ্যায়ের খবর পাওয়া মাত্রই তাঁরা সামাজিক মাধ্যমে (Social Media) শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন শেহনাজকে। কেউ কেউ বলেছেন, এতদিনে নিজের পরিশ্রমের মূল্য পেয়েছেন শেহনাজ। কেউ বা অভিনেত্রীর এই সাফল্যে বাহবা জানিয়ে বলেছেন, তিনি খুশি থাকলেই তাঁরা সবাই খুশি থাকবেন। শেহনাজ নিজেও এমন ভক্তকুল পেয়ে জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন। কিন্তু প্রায়শই সাক্ষাৎকারে তিনি এ কথাও জানান যে তিনি যেমন আছেন, তেমনই থাকবেন বরাবর। কখনও নিজেকে পরিবর্তন করবেন না, কারণ নিজেকে পরিবর্তন করলে নিজের সঙ্গেই প্রতারণা হবে।