বেশ চলছিল আসন্ন ওয়েব সিরিজ ‘কমান্ডো’র প্রচারের প্রস্তুতি পর্ব। হঠাৎ বাধ সাধল খোদ নায়িকার শরীর। গত বুধবার সকাল থেকে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) খ্যাত অভিনেত্রী আদা শর্মার (Adah Sharma) শরীরের অবস্থার অবনতি হতে থাকে। তিনিই কমান্ডো’ (Comando) ওয়েব সিরিজে অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন। প্রচারের কাজে ব্যস্ত থাকলেও, তাঁর শরীরের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল থেকে দুর্বল হতে থাকে আদার শরীর। হতে থাকে ডিহাইড্রেশন। মাথা ঘোরা, বমির মত একাধিক উপসর্গ নিয়ে তিনি ভর্তি হন হাসপাতালে। চিকিৎসক জানান, খাদ্য সংক্রমনের ফলে আদার শরীর এমন প্রতিকূল হয়ে উঠেছে। ডায়রিয়ায় আক্রান্ত ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী। এখন কড়া পর্যবেক্ষণেই থাকতে হবে তাঁকে। চিকিৎসকেরা যথা সাধ্য তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য উদ্যত।
বেশ কিছু মাস আগে সারা ভারতে আলোড়ন ফেলেছিল সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। হিন্দু মেয়েদের মুসলিম ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে, কীভাবে ধর্মান্তরিত করে তোলা হয়, সেই নিয়ে আবর্তিত হয় ছবির গল্প। সেই ছবির মুখ্য চারজন তরুণীর মধ্যে অন্যতম ছিলেন আদা শর্মা। বেশ জনপ্রিয়তা লাভ করে তাঁর অভিনয়। যদিও বিদ্যুৎ জামালের সঙ্গে ‘কমান্ডো’ ছবির বেশ কিছু ভাগে তাঁকে দেখা গেছে। ‘কমান্ডো’ নামেরই একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন আদা। সেই সিরিজের প্রচারের প্রাক্কালেই ঘটল এমন বিপত্তি!
অনুরাগীদের আশ্বাস, শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তাঁদের প্রিয় আদা। খুব শীঘ্রই আদাকে বিপুল শাহর ওয়েব সিরিজ ‘কমান্ডো’ তে দেখা যাবে। এই ছবিতে তিনি একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন। সেই কারণে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে নায়িকাকে। এই ছবিতে আদার সঙ্গে অভিনয় করেছেন প্রেম পারিজা। আগামী ১১ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।