মোবাইলে QR কোড স্ক্যান করলেই ঝরঝরিয়ে পড়বে কয়েন, নয়া মেশিন আনছে RBI

Reserve Bank of India এর মনেটারি পলিসি কমিটির বৈঠকে নেওয়া হল বড়ো একটি সিদ্ধান্ত। মূলত বাজারে খুচরো পয়সা বা কয়েনের সমস্যা মেটানোর জন্য নতুন মেশিন চালু করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।

কিভাবে কাজ করবে QR Code Coin Vending Machine?

এই ভেন্ডিং মেশিনের সামনে স্ক্যান করলেই যন্ত্র থেকে বেরিয়ে আসবে কয়েন বা খুচরো পয়সা।

কোথায় বসবে এই মেশিন?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন আপাতত দেশের ১২ টি শহরে বসতে চলেছে এই vending machine!

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন QR Code Coin Vending Machine চালুর জন্য RBI একটি পাইলট প্রজেক্ট শুরু করবে। যেখানে ব্যাংকের শাখা কম, সেখানে বসবে এই মেশিন।

নোটের বদলে কয়েন মিলবে?

নোটের বদলে কয়েন পাবেন না।

কিভাবে কয়েন পাওয়া যাবে?

QR কোড স্ক্যান করে ব্যাংক TRANSACTION করলে গ্রাহকের একাউন্ট থেকে টাকা কাটা হবে এবং বদলে গ্রাহক মেশিন থেকে খুচরো পয়সা পাবেন।

পাইলট প্রকল্পের অধীনে আপাতত কোন ১২টি শহর এই ভেন্ডিং মেশিন বসবে, সেটা জানাননি গভর্নর শক্তিকান্ত দাস।

আরবিআই জানিয়েছে রেলওয়ে স্টেশন, শপিং মল, বাজারের ইত্যাদি জায়গায় এই মেশিনগুলি বসানো হবে। পরে দেশের আরো শহরে এই প্রজেক্ট এর প্রসার ঘটানো হবে।

Scroll to Top